বিধানসভায় ‘আলুওয়ালা’ অবতারে শুভেন্দুর মুখে মমতার জন্য নতুন ‘নামতা’!

বিধানসভার গেটে বিজেপির সবজির বাজারে আলুওয়ালা শুভেন্দু (Suvendu Adhikari)। শুক্রবার ভরদুপুরে এমনই আজব দৃশ্য দেখা গেল বিধানসভা ভবনের মেইন গেট চত্বরে (Suvendu Adhikari)। হাতে সাদা…

Photo of Suvendu Adhikari, an Indian politician, sitting on a street or road, surrounded by protesters or supporters, holding a placard or sign, engaged in a protest or demonstration, likely related to a social or political issue.

বিধানসভার গেটে বিজেপির সবজির বাজারে আলুওয়ালা শুভেন্দু (Suvendu Adhikari)। শুক্রবার ভরদুপুরে এমনই আজব দৃশ্য দেখা গেল বিধানসভা ভবনের মেইন গেট চত্বরে (Suvendu Adhikari)। হাতে সাদা কাগজের থালায় লেখা স্লোগান, গলায় ঝোলানো প্ল্যাকার্ড নিয়ে বিজেপির দোকানদার বিধায়কেরা (Suvendu Adhikari) হাজির হয়ে গিয়েছিলেন তাঁদের মিনি সবজি মার্কেটে।

মার্কেট বলতে দুটো টেবিল, তার উপরে রাখা কিছু সবজি এবং আলুর প্যাকেট। বেলাগাম মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিবাদে প্রতীকী সবজি বিক্রেতা হলেন বিজেপির বিধায়কেরা। ১০ টাকা কেজি দরে আলুও বিক্রি করেন তাঁরা। বিধানসভা চত্বরে মিছিল করে মুখে ২০-এর ঘরের নামতার নয়া সংস্করণ নিয়ে আজ বিক্ষোভ দেখালেন শুভেন্দুরা। শুধু মুখেই যে নামতা ছিল তা নয় বুকে ছাপানো প্ল্যাকার্ডেও সেই নামতা জ্বলজ্বল করছিল।

   

এদিন শুভেন্দুই প্রথম শুরু করেন এই নামতা বলা। “২০ এক্কে পাউচ, ২০ দু’গুণে আলু, তিন ২০ টমেটো, পাঁচ ২০ ক্যাপসিকম, সাত ২০ রসুন, আট ২০ আদা, নয় ২০ মটরশুটি, ২০ দশে মুরগি!”- এই ছিল ২০ এর ঘরের নামতার শুভেন্দুময় সংস্করণ। তার সঙ্গে তাল মিলিয়ে বিজেপি বিধায়করা স্লোগান দেন, “এত দাম খাব কী, মমতা যাবে কি”? হাতে আলুর প্যাকেট ধরে মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষোভ উগড়ে দেন শুভেন্দু।

হিন্দু ভোটের দুশ্চিন্তাতেই শুভেন্দুর দাবি মেনে তৃণমূলের বেনজির কান্ড বিধানসভায়?

সাম্প্রতিক সময়ে আলুর দাম নিয়ন্ত্রণের জন্য রপ্তানি বন্ধের বিষয় নিয়ে জলঘোলা শুরু হয়েছিল। আলু ব্যবসায়ীদের ধর্মঘটে আলুর হাহাকার পড়ে যায় বাজারজুড়ে। শেষমেষ কৃষিমন্ত্রী বেচারাম মান্নার মধ্যস্থতায় ধর্মঘট তুলে আবারও স্বাভাবিক ছন্দে ফিরে আলুর সাপ্লাই চেইন। নবান্নের সভা থেকে লাগামছাড়া সবজি মূল্য বৃদ্ধি নিয়ে সরব হয়েছেন মমতা। বাজারে বাজারে ঘুরেছে সরকারি টাস্কফোর্সও।

কিন্তু তা সত্ত্বেও আলু থেকে শুরু করে সাধারণ সবজি, দাম সেরকম ভাবে কিছুই কমেনি। আর এবার এই মূল্যবৃদ্ধির প্রতিবাদের আঁচ পৌঁছে গেল বিধানসভাতেও। গত বৃহস্পতিবারই ভিন রাজ্যের আলুর রপ্তানি বন্ধ করে দেওয়া নিয়ে প্রতিবাদ মিছিল হয়েছে কোচবিহারে । নিজের ফেসবুকে সেই সংক্রান্ত ভিডিও দিয়ে গোটা বিষয়টিতে সরকারকে হস্তক্ষেপের দাবী জানিয়েছিলেন শুভেন্দু। আর তার পর তিনি নিজেই আলু বিক্রি করতে নেমে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা।

হিরণের মামলায় দেবকে নোটিস হাইকোর্টের, ভোট কারচুপির অভিযোগে বেকায়দায় সুপারস্টার

রাজ্য বিজেপির এক বিধায়কের কথায় বাজার চলতি দামের ‘হাফেরও হাফ’ দামে তাঁরা আজকে সবজি বিক্রি করেছেন। কিন্তু সেই সবজি কারা কিনলেন আর কত লাভ হল, সেই সম্পর্কে বিজেপি বিধায়কদের মুখে কুলুপ। মুখ্যমন্ত্রীর বলাতেও বাস্তবে দাম কমার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। এবার বিধানসভায় শুভেন্দুদের নতুন সবজির দোকানের জন্য বাজারে সবজির দামের কোনও পরিবর্তন হয় কিনা সেটাই দেখার বিষয়।