সিভিকের শ্লীলতাহানির অভিযোগ,গ্রেফতার পার্কস্ট্রিট থানার সাব ইন্সপেক্টর

একের পর এক ধর্ষণের ঘটনা সামনে আসছে। যার জেরে গর্জে উঠেছে গোটা দেশ৷ এবার খোদ পুলিশের বিরিুদ্ধেই উঠল শ্লীলতাহানির অভিযোাগ৷ সিভিক ভলান্টিয়ারকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার…

সিভিকের শ্লীলতাহানির অভিযোগ,গ্রেফতার পার্কস্ট্রিট থানার সাব ইন্সপেক্টর

একের পর এক ধর্ষণের ঘটনা সামনে আসছে। যার জেরে গর্জে উঠেছে গোটা দেশ৷ এবার খোদ পুলিশের বিরিুদ্ধেই উঠল শ্লীলতাহানির অভিযোাগ৷ সিভিক ভলান্টিয়ারকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হল পার্ক স্ট্রিট (park street) থানার সাব-ইন্সপেক্টরকে। আলিপুর আদালতে পেশ করা হবে তাঁকে।

সূত্রের খবর, গত ৪ এবং ৫ অক্টোবর রাতে ওই ঘটনা ঘটে। পার্ক স্ট্রিট থানা এলাকায় একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিযুক্ত সাব ইন্সপেক্টর। সেখানে উপস্থিত ছিলেন অভিযোগকারিনী মহিলা সিভিক ভলান্টিয়ারও।

তিনি অভিযোাগ করেন, পোশাক বিতরণের সময়ে তাঁকে শ্লীলতাহানি করেন অভিযুক্ত সাব ইন্সপেক্টর৷ ওই মহিলাকে সাব ইন্সপেক্টরদের রেস্ট রুমে ডেকে পাঠানো হয়৷ এরপরই ওই মহিলা সিভিক ভলান্টিয়ারের শরীর স্পর্শ করা হয়, তা শ্লীলতাহানির শামিল বলে অভিযোগ।

Advertisements

এই ঘটনায় রাজ্যের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে, খোদ থানার অন্দরেই যদি এমন ঘটনা ঘটে, তাহলে শহরের মহিলাদের নিরাপত্তা কোথায় থাকবে।