কুচকাওয়াজ চলাকালীন অসুস্থ ৩৫ পড়ুয়া, SSKM ছুটে গেলেন মমতা

রেড রোডে (Red Road) কুচকাওয়াজ চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন প্রায় ৩৫ জন পড়ুয়া। তারা ৭৯ তম স্বাধীনতা দিবসে অনুষ্ঠানে যোগদান করেন তারা। অসুস্থ পড়ুয়াদের ভর্তি…

রেড রোডে (Red Road) কুচকাওয়াজ চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন প্রায় ৩৫ জন পড়ুয়া। তারা ৭৯ তম স্বাধীনতা দিবসে অনুষ্ঠানে যোগদান করেন তারা। অসুস্থ পড়ুয়াদের ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। ছুটে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপি মনোজ ভার্মাও রয়েছেন।

জানা যাচ্ছে, অসুস্থ পড়ুয়াদের নিয়ে যাওয়া হয়েছে SSKM হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে। তাদের চিকিৎসা চলছে। অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল SSKM-এ নিয়ে আসা হয়।

   

অসুস্থ পড়ুয়াদের সংখ্যা নিয়ে এখনও পর্যন্ত হাসপাতালের তরফে কিছু জানান হয়নি। তবে সূত্র মারফত জানা যাচ্ছে কমপক্ষে ৩৫ জন পড়ুয়া অসুস্থ হয়েছে। এই সংখ্যা বাড়তে বা কমতে পারে বলে অনুমান চিকিৎসকদের।

Advertisements

পড়ুয়াদের শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখতে SSKM হাসপাতালে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে হাসপাতালে যান কলকাতার নগরপাল মনোজ ভর্মা, রয়েছেন উচ্চ পদমর্যাদার চিকিৎসকরাও। অনুমান করা হচ্ছে রোদে-তাপে অসুস্থ হয়ে পড়েছেন পড়ুয়ারা। উল্লেখ্য, এই অসুস্থ পড়ুয়ারা যোগ দেন রেড রোডে আয়োজিত বিদ্যালয় শিক্ষা বিভাগের পদযাত্রায়। শেষ পাওয়া খবর অনুযায়ী অনেকের অবস্থা স্থিতিশীল।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News