SSC: সিবিআই তদন্তের নির্দেশের ওপর বাড়ল স্থগিতাদেশ

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় হল হাইকোর্ট। নবম দশম শ্রেণির শিক্ষক নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশের ওপর স্থগিতাদেশ বাড়ল ২১ এপ্রিল পর্যন্ত। সম্প্রতি ইতিহাস ও…

high-court

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় হল হাইকোর্ট। নবম দশম শ্রেণির শিক্ষক নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশের ওপর স্থগিতাদেশ বাড়ল ২১ এপ্রিল পর্যন্ত।

সম্প্রতি ইতিহাস ও বাংলা শিক্ষক নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দেয় একক বেঞ্চ। এসএসসি ৫ সদস্যের নজরদারি কমিটির কাজকর্মে গোলমালে সিবিআই তদন্ত নির্দেশ দেয় একক বেঞ্চ।
১১ এপ্রিল মামলার পরবর্তী শুনানি।

Advertisements
   

উল্লেখ্য, ২০১৬ সালে রাজ্যের নবম দশম শ্রেণির শিক্ষক শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে স্কুল স্কুল সার্ভিস কমিশন। কিন্তু মামলাকারীর অভিযোগ নবম এবং দশম শ্রেণীতে এমন দুজন শিক্ষক নিয়োগ করা হয়েছে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে তারা কেউ পরীক্ষায় বসেননি চূড়ান্ত মেধাতালিকায় নাম না থাকা দুজন ব্যক্তি কে কিভাবে রাজ্যে স্কুল সার্ভিস কমিশন নিয়োগ করেছিল সেই প্রশ্ন তুলেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন মামলাকারী।