লোকসভা ভোটের ডিউটিতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের থেকে এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।
লোকসভা ভোটের কাজে এসে যদি কোনও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাহলে রাজ্যে সরকার সেই জওয়ানের চিকিৎসার খরচ বহন করবে। আধা সামরিক বাহিনীর জওয়ান বা ভিনরাজ্যের পুলিশ, যাঁরাই আসবেন ভোটের ডিউটিতে, তাঁরাই পাবেন বেসরকারি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসার সুবিধা। একই সঙ্গে ভোটের নিরাপত্তায় থাকা রাজ্য পুলিশের কর্মীরাও এই সুবিধা পাবেন। ক্যাশলেস ট্রিটমেন্টের সুবিধা পাবেন কেন্দ্রীয় বাহিনীর গাড়ির চালক ও ইভিএম ইঞ্জিনিয়াররাও।
রাজ্য সরকারের তরফে জানা গিয়েছে ১৫৩টি বেসরকারি হাসপাতালের তালিকা প্রকাশ হয়েছে। এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত জেলাশাসক, পুলিশ সুপার ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে।