দার্জিলিংয়ের বাগডোগরা বিমান বন্দর থেকে স্পাইস জেট বিমানে কলকাতা আসছেন ‘পলাতক’ শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী (Paresh Adhikari)। তিনি কলকাতা বিমানবন্দরের বাইরে আসা মাত্র ঘিরে নেবে বিধাননগর কমিশনারেটের পুলিশ। কারণ, মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।
শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় হাইকোর্ট শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে বৃহস্পতিবার বেলা তিনটে পর্যন্ত হাজিরার সময় দিয়েছিল। তিনি হাজির হননি। এরপর হাইকোর্টের নির্দেশে সিবিআই মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে।
জানা যাচ্ছে মন্ত্রী তাঁর আইনজীবী মারফত সিবিআইয়ের কাছে বার্তা পাঠান হাজিরার। তার জন্য সময় চান। সিবিআই রাজি হয়। এরপর তিনি বাগডোগরা থেকে কলকাতার বিমান ধরেন।
যদিও মঙ্গলবার হাইকোর্টের নির্দেশের পর কন্যা অঙ্কিতাকে নিয়ে কোচবিহারের মেখলিগঞ্জ থেকে জলপাইগুড়ি রোড এসে সে রাতের পদাতিক এক্সপ্রেস ধরেছিলেন পরেশ অধিকারী। এরপর তিনি উধাও হয়ে যান। পদাতিক এক্সপ্রেস থেকে বুধবার ভোরে বর্ধমান জংশনে নেমে ছিলেন মন্ত্রী ও তাঁর কন্যা। তারপর থেকে নিখোঁজ ছিলেন।
পরেশ অধিকারী ফের বর্ধমান থেকে গোপনে উত্তরবঙ্গ চলে যান। এদিকে তাঁর নিখোঁজ হওয়া নিয়ে সরগরম হয় পরিস্থিতি। শেষ পর্যন্ত তিনি বাগডোগরা হয়ে ফের কলকাতা এসে সিবিআই হাজিরা দেবেন।
শিক্ষা প্রতিমন্ত্রীর কন্যা অঙ্কিতা মেধা তালিকা বহির্ভূত হয়েও চাকরি পায়। এই নিয়ে মামলার জেরে সিবিআই তদন্তের জালে পড়ছেন পরেশ অধিকারী।