Panchayat Election: সর্বদলীয় বৈঠক ডাকল নির্বাচন কমিশন

পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) ঘোষণার পর ও মনোনয়ন জমা দেওয়া ঘিরে রাজনৈতিক সংঘর্ষ চলছে। অভিযুক্ত শাসকদল তৃ়ণমূল কংগ্রেস। বারবার অভিযোগ উঠছে তড়িঘড়ি ভোটের মনোনয়ন ঘোষণার…

State Election Commission, report, confusion, Domjur-Kharagram, constituency, developments, actions

পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) ঘোষণার পর ও মনোনয়ন জমা দেওয়া ঘিরে রাজনৈতিক সংঘর্ষ চলছে। অভিযুক্ত শাসকদল তৃ়ণমূল কংগ্রেস। বারবার অভিযোগ উঠছে তড়িঘড়ি ভোটের মনোনয়ন ঘোষণার দিন নিয়ে।

Advertisements

অভিযোগের ধাক্কায় জেরবার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। জানা যাচ্ছে, সর্বদলীয় বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। আগামী ১৩ জুন হবে বৈঠক।

   

পঞ্চায়েত ভোট ঘোষণার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষ ছিল, একতরফা ঘোষণা করা হয়। এতে গণতন্ত্রের হত্যা হয়েছে।সিপিআইএম ও কংগ্রেস দাবি করে একতরফা ভোট ঘোষণা হলেন তারা প্রস্তুত।

জানা যাচ্ছে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা প্রবল চাপের মুখে পড়েছেন। তিনি প্রথমে জানিয়েছিলেন ভোট ঘোষণার আগে সর্বদলীয় বৈঠক ডাকার কোনও আইন নেই। ভোট ঘোষণার পর তীব্র সংঘাতপূর্ণ পরিবেশে তিনি সর্বদলীয় বৈঠক ডাকলেন।