Mamata Banerjee: ‘জখম’ মমতার ‘লিগামেন্ট চোট’, সেনার ছবিতে বিতর্ক

জলপাইগুড়ি থেকে উড়ানের পর দুর্যোগের কারণে মুখ্যমন্ত্রীর (mamata banerjee) কপ্টার কোনও জরুরি অবতরণ করানো হয়নি। তাঁর কপ্টারকে প্রিকোশনারি অবতরণ করানো হয়। তিনি নেমে সেনা অফিসারদের…

Mamata Banerjee: 'জখম' মমতার 'লিগামেন্ট চোট', সেনার ছবিতে বিতর্ক

জলপাইগুড়ি থেকে উড়ানের পর দুর্যোগের কারণে মুখ্যমন্ত্রীর (mamata banerjee) কপ্টার কোনও জরুরি অবতরণ করানো হয়নি। তাঁর কপ্টারকে প্রিকোশনারি অবতরণ করানো হয়। তিনি নেমে সেনা অফিসারদের সাথে চা খান। তারপর বাগডোগরা চলে যান। সেবকের সেনা ঘাঁটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি প্রকাশ করে এমনই জানাল সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড।

সেই ছবিতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী হাঁটছেন। আর এসএসকেএম হাসপাতাল বলছে মুখ্যমন্ত্রীর লিগামেন্টে চোট। কোনটা ঠিক তা  নিয়ে বিতর্ক।

   

জানা গেছে কলকাতায় আসার পর তিনি বলেন পায়ে লাগছে। এয়ারপোর্ট থেকেই তিনি হাসপাতালে চলে যান। সেখানে তিনি গাড়ি থেকে নেমে খুঁড়িয়ে হাঁটেন। পরে তাঁকে হুইল চেয়ার দেওয়া হয়।

এসএসকেএম-এ এমআরআই করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। রয়েছে তিন সদস্যের চিকিৎসক দল। রয়েছেন, ড. রাজেশ প্রামাণিক (ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ), ড. অলক পণ্ডিত (স্নায়ুরোগ বিশেষজ্ঞ), ড. অর্চনা সিংহ (রেডিওলজি বিশেষজ্ঞ)। পরে চিকিৎসকরা জানান তাঁর বাঁ পায়ের লিগামেন্টে চোট আছে। দুর্যোগের কারণে কপ্টারের জরুরি অবতরণের পর তিনি আঘাত পান।

এদিকে সেনার টুইটে দেখা যাচ্ছে সেবক সেনা ছাউনিতে নামার পর মুখ্যমন্ত্রী সেনা অফিসারদের সাথে হাঁটছেন। এই ছবি সেনার পূর্বাঞ্চল কমান্ড প্রকাশ করেছে।