চাকরিহারাদের মধ্যে কেউ বেতনের টাকা ফেরত না দিতে পারলে কী শাস্তি হবে?

SSC Verdict: যোগ্য ও অযোগ্য প্রার্থীদের আলাদা করা সম্ভব হয়নি, সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার স্পষ্ট জানায়। ২০১৬-র পুরো প্যানেলটাই বাতিল করেছে শীর্ষ আদালত। চাকরি বাতিল হয়ে…

Supreme Court Summons 9 States Over Harassment of Bengali Migrant Workers

SSC Verdict: যোগ্য ও অযোগ্য প্রার্থীদের আলাদা করা সম্ভব হয়নি, সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার স্পষ্ট জানায়। ২০১৬-র পুরো প্যানেলটাই বাতিল করেছে শীর্ষ আদালত। চাকরি বাতিল হয়ে গিয়েছে ২৫ হাজার ৭৫২ জনের। চাকরি বাতিল ছাড়াও বেতনের টাকা ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। তবি এই নিয়ম সকলের জন্য নয়। সুপ্রিম কোর্ট জানিয়েছে যে যারা সাদা খাতা জমা দিয়েছে বা ওএমআর শিটে নম্বর জালিয়াতি করে চাকরি পেয়েছেন, তাঁদের সুদ-সহ সমস্ত বেতন ফেরত দিতে হবে।

সুপ্রিম রায় অনুযায়ী, ২০১৬ সাল থেকে পাওয়া বেতন ফেরত দিতে হবে। এমন তালিকায় নাম রয়েছে ৫,৪৮৫ জনের। কলকাতা হাইকোর্টের দেওয়া রায়ে এই কথার উল্লেখ ছিল যা সুপ্রিম কোর্টও বহাল রাখল। তবে প্রশ্ন উঠছে যে এই টাকা যদি কেউ ফেরত দিতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে কী হবে?

   
Advertisements

বৃহস্পতিবারের সুপ্রিম কোর্টের রায়ে এই কথার উল্লেখ না থাকলেও, হাইকোর্টের রায়ে এই বিষয়টি উল্লেখ ছিল। হাইকোর্টের রায় বহাল রেখেছে শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী, কেউ যদি এই টাকা ফেরত না দিতে পারেন তাহলে রেভিনিউ রিকভারি অ্যাক্ট, ১৯৮০ অনুয়ায়ী টাকা সংগ্রহ করতে হবে অভিযুক্ত শিক্ষক-শিক্ষাকর্মীর কাছ থেকে। এর অর্থ হল, যেভাবে সরকার অন্যান্য কর নেয়, সেভাবে ‘এরিয়ার অব ল্যান্ড রেভিনিউ’ হিসেবে ওই টাকা উদ্ধার করা হবে। রায় দেওয়ার ৬ সপ্তাহের মধ্যে সেটা করতে হবে।উল্লেখ্য, সুপ্রিম কোর্টের রায়তে কোথাও উল্লেখ নেয় যে ওই টাকা না ফেরত দিলে কোনও শাস্তি হবে কি না।