Ration Scam: বিপুল টাকার লেনদেন, আবার ইডির দফতরে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পিএ

ইডির তলবে ফের সিজিও কমপ্লেক্সে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পিএ অমিত দে। ‘বাকিবুরের সঙ্গে কী সম্পর্ক ছিল প্রাক্তন খাদ্যমন্ত্রীর?বাকিবুরের বিপুল সম্পত্তির নেপথ্যে কি জ্যোতিপ্রিয় মল্লিকের হাত?’,’বাকিবুরের…

ইডির তলবে ফের সিজিও কমপ্লেক্সে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পিএ অমিত দে। ‘বাকিবুরের সঙ্গে কী সম্পর্ক ছিল প্রাক্তন খাদ্যমন্ত্রীর?বাকিবুরের বিপুল সম্পত্তির নেপথ্যে কি জ্যোতিপ্রিয় মল্লিকের হাত?’,’বাকিবুরের থেকে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কি কোনওভাবে লাভবান হয়েছেন?’, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পিএ অমিত দে-র থেকে জানতে চাইছে ইডি।

প্রসঙ্গত, রেশন দুর্নীতিকাণ্ডে রাজ্যের প্রধানমন্ত্রীর বাড়ি জ্যোতিপ্রিয় মল্লিক ২৭ শে অক্টোবর ভোর রাত ৩টে নাগাদ থেকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যায় ইডি গোয়েন্দারা। প্রায় ২১ ঘন্টা তল্লাশির জেরার পর জ্যোতিপ্রিয়কে আটক করে ইডি।আবার, রেশন দুর্নীতির অভিযোগে মামলা করা হয় বাকিবুর রহমানকে। সে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ। তার প্রায় ১০০ কোটি সম্পত্তির খোঁজ মিলেছে বলে ইডি। বাকিদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করেই জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি বলে ইডি সূত্রে খবর। রেশনের গম খোলার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বাকি বুরের বিরুদ্ধে। এই দুর্নীতিতে রাজ্যের রেশন ডিলারদের এক অংশ যুক্ত মনে করছে ইডি।

   

রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পড় ইডির কড়া নজরে রয়েছেন মন্ত্রীর আপ্ত সহায়ক আমিত দে। মন্ত্রীর বাড়ির সঙ্গে তার বাড়িতেও তল্লাশি চালিয়েছে ইডি। জেরা করতে একাধিকবার তলব করা হয়েছে ইডি দফতরে। সেই অমিতবাবুর দাবি, তিনি জ্যোতিপ্রিয়র আপ্ত সহায়কই নন। মন্ত্রীর দফতরের একজন সাধারণ কর্মী তিনি।

অমিতবাবুর দাবি, তিনি জ্যোতিপ্রিয় মল্লিকের পিএ নন। এলাকায় বাড়ি হওয়ার সূত্রে জ্যোতিপ্রিয়র দফতরে চাকরি করতেন তিনি। আমাকে ইডি রোড ডেকে পাঠিয়ে অফিসে বসিয়ে রাখছে। জ্যোতিপ্রিয়বাবুকে ব্যস্ত থাকায় আমাকে তেমন জেরা করতে পারেনি। দিনের শেষে এক – দেড় ঘণ্টা আমার সঙ্গে IO-র কথা হয়েছে।

তিনি আরও বলেন, জ্যোতিপ্রিয় মল্লিকের এখন কোনও আপ্তসহায়ক নেই। ২০১৬ সাল পর্যন্ত আপ্তসহায়ক ছিলেন অভিজিৎ দাস। তার পর আর কেউ ওই পদে নিযুক্ত হননি। গত বৃহস্পতিবার জ্যোতিপ্রিয়র বাড়ির সঙ্গে অমিত দের নাগেরবাজারে ফ্ল্যাটেও হানা দেয় ইডি।