SSC Scam Verdict: কারা যোগ্য এবং কারা অযোগ্য- এটা বাছাই করা সম্ভব নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার, ২০১৬ সালের এসএসসি-র গোটা প্যানেলই বাতিল করার হাইকোর্টের নির্দেশ বহাল রাখল দেশের সর্বোচ্চ আদালত।
২০১৬-র শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট জানায়, ‘কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করার কোনও প্রয়োজনীয়তা আমরা বোধ করছি না।’ তবে শীর্ষ আদালত জানায় বহাল থাকছে সোমা দাসের চাকরি। মানবিক কারণে আদালত তাঁর চাকরি বহাল রেখেছে।
২০১৬ সালে নবম-দিশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসেন সোমা দাস। তবে তিনি অভিযোগ করেন যে মেধাতালিকায় তার নাম থাকা সত্ত্বেও তাকে চাকরি দেওয়া হয়নি। এই অভিযোগের মর্মে মামলা হয় কলকাতা হাইকোর্টে। এর মধ্যে ২০২৯ সালের ফেব্রুয়ারিতে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন সোমা দাস। বীরভূম নলহাটির মেয়ে সোমা দাস। হার মানেননি তিনি, লড়াই চালিয়ে গিয়েছেন। অসুস্থতা নিয়েও চাকরির দাবিতে দিনের পর দিন কলকাতার রাজপথে ধরনায় সামিল ছিলেন।
দুর্নীতির অভিযোগে এই ২৬ হাজারের চাকরি বাতিল হয় কলকাতা হাইকোর্টের নির্দেশে। চাকরি বাতিল হলেও আদালতের নির্দেশে মানবিক কারণে বহাল থাকে সোমার চাকরি। এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়। এদিন হাইকোর্টের রায়কে বহাল রাখল শীর্ষ আদালত। মানবিক কারণে বজায় থাকল সোমা দাসের চাকরি।
এই বিষয়ে সংবাদমাধ্যমকে আইনজীবী ফিরদৌস শামিম জানান, “আমি শুনেছি সোমা দাস চাকরি করবেন।“ সুপ্রিম কোর্ট জানিয়েছে সোমা ছাড়া বাকি কোনও প্রতিবদ্ধীদের কোন বাড়তি সুবিধা নয়। তারাও পরীক্ষা দেবেন।