Kuntal Ghosh: কোটি কোটি টাকা নিয়ে চাকরি দেওয়ার মামলায় গ্রেফতার তৃণমূল যুবনেতা

টানা ইডি জেরায় বহু প্রশ্নের কোনও উত্তর দেয়নি তৃ়ণমূল কংগ্রেস যুবনেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। তার নীরবতা অনেক রহস্য তৈরি করছে।

Kuntal Ghosh

টানা ইডি  (ED)জেরায় বহু প্রশ্নের কোনও উত্তর দেয়নি তৃ়ণমূল কংগ্রেস (TMC) যুবনেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। তার নীরবতা অনেক রহস্য তৈরি করছে। সবদিক খতিয়ে দেখে কুন্তল ঘোষকে গ্রেফতার করল ইডি। শুক্রবার থেকে কুন্তলের ফ্ল্যাটে অভিযান চলছিল। শনিবার তাকে গ্রেফতার করা হয়। কুন্তলের বিরুদ্ধে কোটি কোটি টাকা তুলে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ আছে।

হুগলির বলাগড়ের টিএমসি যুব নেতা কুন্তল ঘোষ চাকরি দেওয়ার নাম করে ১৯ কোটি ৪৪ লক্ষ টাকা তুলেছে বলে অভিযোগ। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে কুন্তল ঘোষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। শীতল সকালে কলকাতায় হু হু করে নেমেছে পারদ। আর নিয়োগ দুর্নীতির তদন্ত ঘিরে রাজনৈতিক গরম হাওয়া ছড়াচ্ছে।

নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস যুবনেতা কুন্তল ঘোষের নিউটাউনের ফ্ল্যাটে ইডি অভিযান চলেছে। এই আবাসনের দুটি ফ্ল্যাটে শুক্রবার হানা দেয় ইডি। এর আগে টানা তিনদিন সিবিআই জেরা করেছিল কুন্তল ঘোষকে। তবে কুন্তল জানায় সম্পূর্ণভাবে সিবিআইকে তদন্তে সহযোগিতা করবে। তার বিরুদ্ধে অভিযোগ,বিএড কলেজে অনলাইন রেজিস্ট্রেশনের নাম করে কোটি কোটি টাকা তুলেছিল।

Advertisements

২০১৬ সাল থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনীতিতে উত্থান হয় কুন্তল ঘোষের। যুব তৃণমূলের রাজ্য কমিটিতে ছিল কুন্তল। অভিযোগ রাজনৈতিক প্রভাব খাটিয়ে কুন্তল চাকরিপ্রার্থীদের থেকে টাকা তুলেছিল। সেই টাকা দলের উপরতলায় পাঠিয়ে নিজের নেতা হওয়ার জায়গা পোক্ত করেছিল।