SSC scam: কোথায় পালাল মন্ত্রী স্লোগানে বাম বিক্ষোভ, মারধরে অভিযুক্ত পুলিশ

এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতির (SSC Scam) মামলায় সিবিআই জেরার মুখে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। গতকাল তাঁর হাজিরা ছিল। তবে উত্তরবঙ্গ থেকে আসার পথে এদিন…

এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতির (SSC Scam) মামলায় সিবিআই জেরার মুখে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। গতকাল তাঁর হাজিরা ছিল। তবে উত্তরবঙ্গ থেকে আসার পথে এদিন সকাল থেকে কন্যা সহ তিনি ট্রেন থেকে বেপাত্তা হন। ২৪ ঘন্টা হতে চলল মন্ত্রী পরেশ অধিকারী কোথায় এই স্লোগানে সুর চড়িয়েছে সিপিআইএম।

বুধবার বিকেলেই ‘নিখোঁজ’ পরেশ অধিকারীর বিরুদ্ধে রাজপথে মিছিল করে বাম ছাত্র সংগঠন। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়।বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যায়। এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, পরেশ অধিকারীকে বাঁচানোর চেষ্টা করছে তৃণমূল।

সৃজনের অভিযোগ, পুলিশ আন্দোলনকারীদের মারধর করছে। তিনি পুলিশের ভ্যান থেকে আক্রান্ত এসএফআই সমর্থকদের ছবি দেন। নিজেও আক্রান্ত বলে অভিযোগ করেন।

অভিযোগ, শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারী পেয়েছিলেন ৬১ নম্বর। মামলাকারী ববিতার প্রাপ্ত নম্বর ৭৭। কিন্তু তিনি কেন চাকরি পেলেন না। সেখান থেকেই প্রশ্ন ওঠে। সেইসঙ্গে ব্বিতার পার্সোনালিটি টেস্টের নম্বর ৮ হলেও অঙ্কিতার কোনও তথ্য নেই। এখান থেকে স্পষ্ট হয়ে যায় নিয়োগে দুর্নীতি হয়েছে।

এই অভিযোগে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। এরপর কোচবিহার থেকে জলপাইগুড়ি এসে পদাতিক এক্সপ্রেসে চড়েছিলেন মন্ত্রী পরেশ অধিকারী। বলেছিলেন কলকাতা আসছেন। কিন্তু তিনি শিয়ালদহে না নেমে ভোরেই বর্ধমানে নেমে যান।সঙ্গে তাঁর মেয়ে অঙ্কিতাও ছিল। পূর্ব বর্মানের বর্ধমানের সার্কিট হাউসে গিয়ে ওঠেন মন্ত্রী। সারা দিন সেখানে থাকার পর বিকেলের দিকে বেরিয়ে যান পরেশ।

উল্লেখ্য, একাদশ-দ্বাদশ শ্রেণীর রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিযোগ, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের ক্ষেত্রে প্রথমের দিকে নাম ছিল মামলাকারীর। কিন্তু পরে নিয়োগপত্রে দেখা যায় রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম প্রথম স্থানে রয়েছে। পরে মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বিদ্যালয়ে স্কুল শিক্ষক পদে রয়েছেন অঙ্কিতা। আদালতের পর্যবেক্ষন, প্রভাব খাটিয়ে মন্ত্রির মেয়ের নিয়োগ হয়েছে।

সেকারণে মঙ্গলবার ৮ টার মধ্যে নিজাম প্যালেসে সিবিআইয়ের সদর দফতরে হাজিরা দিতে বলে হয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে। আদালতের তরফে আরও জানানো হয়েছে, এই নির্দেশের পরেই সিবিআইয়ের আধিকারিকরা একটি তদন্তকারী দল গঠন করবে। কোথায় কোথায় দুর্নীতি হয়েছে অর্থাৎ দুর্নীতির শিকড় কতদুর অবধি গড়িয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করবে।