SSC SCAM: জিজ্ঞাসাবাদের জন্য মেয়েসহ সিজিও কমপ্লেক্সে পরেশ অধিকারী

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি(SSC SCAM) মামলায় এর আগে একাধিকবার সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। এমনকি তাঁর বাড়িতেও হানা দেন…

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি(SSC SCAM) মামলায় এর আগে একাধিকবার সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। এমনকি তাঁর বাড়িতেও হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য পরেশ-কন্যা অঙ্কিতা অধিকারী সহ মন্ত্রী পরেশ অধিকারীকে তলব করে ইডি। নির্দেশ মতো আজ শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন দুই জনেই। চলছে জিজ্ঞাসাবাদ।

সূত্রের খবর, পরেশ অধিকারীর মেয়ের নিয়োগ নিয়েই মূল প্রশ্ন রয়েছে ইডির। শুধুমাত্র প্রভাব খাটিয়ে মেয়েকে চাকরি দিয়েছিলেন পরেশ? নাকি টাকার বিনিময় হয়েছিল? সেটা জানতেই এর আগে একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়েছিলেন তিনি। 

   

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীকে সোমবার তলব করেছিল সিবিআই। প্রায় সাড়ে তিন ঘন্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করে ইডি। পরেশ জানান, কিছু নথিপত্র ফেরত দেওয়ার জন্য তাঁকে ডেকেছিল ইডি। তবে সেগুলি কী ধরনের নথি, তা এখনও জানাননি তিনি। 

Advertisements

উল্লেখ্য, চলতি বছরেই নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট সিদ্ধান্ত নেয় কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে চাকরি খুইয়ে বসেন পরেশ অধিকারী কন্যা অঙ্কিতা অধিকারী। এমনকি যতদিনের বেতন তিনি পেয়েছেন সবটাই ফেরত দিতে হয় তাঁকে। পরিবর্তে সেই চাকরি পান ববিতা সরকার। অঙ্কিতার বেতনও হাতে পান ববিতা।

কলকাতা হাইকোর্টের নির্দেশেই শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির তদন্ত করছে তদন্তকারী সংস্থাগুলি। সেই সূত্র ধরেই এর আগে পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এরপর প্রথমবার তাঁকে জিজ্ঞাসাবাদ করল ইডি।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News