SSC Scam: অর্পিতা-মোনা…বাড়ছে মন্ত্রী পার্থর সুখী বান্ধবী সংখ্যা

কতজন বান্ধবী? বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস মহাসচিবের বান্ধবীর সংখ্যা কটি তাও এখন চর্চার বিষয়। এসএসসি নি়য়োগ দুর্নীতি তদন্তে (SSC Scam) আর ইডি তদন্তকারীরা বিভিন্ন দিক থেকে…

SSC Scam: অর্পিতা-মোনা...বাড়ছে মন্ত্রী পার্থর সুখী বান্ধবী সংখ্যা

কতজন বান্ধবী? বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস মহাসচিবের বান্ধবীর সংখ্যা কটি তাও এখন চর্চার বিষয়। এসএসসি নি়য়োগ দুর্নীতি তদন্তে (SSC Scam) আর ইডি তদন্তকারীরা বিভিন্ন দিক থেকে এই সব লাস্যময়ীদের তথ্য হাসিল করতে মরিয়া। তারা মনে করছেন, পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীদের কাছেই আছে আরও সব চমকে দেওয়া তথ্য।

এক অর্পিতা মুখার্জির ‘খেলা’ দেখে চোখ কপালে উঠেছে ইডির। তার ফ্ল্যাটে হানা দিয়ে কোটি কোটি টাকা,বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করার পর ট্রাঙ্ক ট্রাঙ্ক সেই টাকা ট্রাকে করে নিয়ে যেতে হয়েছে।

SSC Scam: অর্পিতা-মোনা...বাড়ছে মন্ত্রী পার্থর সুখী বান্ধবী সংখ্যা

তদন্তে উঠে এসেছে মোনালিসা দাসের নাম। তারও বিপুল সম্পত্তি বোলপুরে। সূত্রের খবর, আসানসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা মোনালিসার সূত্র ধরে আরও কিছু অধ্যাপিকা ইডি সন্দেহের আতস কাঁচের তলায় আসতে চলছে।

SSC Scam: অর্পিতা-মোনা...বাড়ছে মন্ত্রী পার্থর সুখী বান্ধবী সংখ্যা

যদিও অর্পিতা ও মোনালিসা দুজনেই অভিযোগ উড়িয়েছেন। তদন্ত স্বার্থে অর্পিতা গ্রেফতার আর মোনালিসাকে জেরা করা হবে যে কোনও সময়

জানা যাচ্ছে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর সংখ্যা কম নয়। তাঁর নামে বেনামে যতটুকু সম্পত্তির হদিস মিলছে তা একশ কোটিরও বেশি। অভিযোগ, নির্বাচনী হলফনামায় সম্পত্তির বিষয়ে বহু তথ্য গোপন করেছিলেন পার্থবাবু। ইডি সন্দেহ করছে, এসএসসি নিয়োগ দুর্নীতিতে আরও বেআইনি অর্থ মজুত রয়েছে বিভিন্ন লাস্যময়ীদের কাছে। এরা পার্থবাবুর সুখী বান্ধবী, কেউবা প্রাক্তন।

SSC Scam: অর্পিতা-মোনা...বাড়ছে মন্ত্রী পার্থর সুখী বান্ধবী সংখ্যা

Advertisements

ইতিমধ্যে বোমা ফাটিয়েছেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সিপিআইএম ঘনিষ্ঠ শ্রীলেখার দাবি, তিনি পার্থবাবুর আরও কয়েকজন ‘এক্স’ বান্ধবীর নাম জানেন। তাঁর ইঙ্গিতে টলিউড সরগরম। শ্রীলেখা কি কোনও অভিনেত্রীর দিকে ইঙ্গিত করেছেন? উঠছে এমন প্রশ্ন।

টলিপাড়া কেন গরম পডুন: 

Sreelekha Mitra: পার্থবাবুর আরও ‘এক্স’ দের নাম বলতে চান শ্রীলেখা, টলিপাড়া গরম

একাধিক বান্ধবী, বিপুল স্থাবর অস্থাবর সম্পত্তি, কুকুরের নামে ফ্ল্যাট, সরকারি ক্ষমতা সব মিলে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত মন্ত্রী বেশ রসেবশেই ছিলেন বলে ইডি মনে করছে। ইডি চায় পার্থ চট্টোপাধ্যায় কে আরও জেরা করতে।