SSC Scam: ফের জেরার আশঙ্কা নিয়ে ‘সিবিআই গুহা’ ছাড়লেন পরেশ

সাড়ে ৯ ঘন্টা জেরা। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলায় (SSC Scam) সিবিআইয়ের কড়া প্রশ্নের মুখোমুখি হয়ে ঘর্মাক্ত অবস্থায় বেরিয়ে এলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ…

Paresh Adhikari

সাড়ে ৯ ঘন্টা জেরা। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলায় (SSC Scam) সিবিআইয়ের কড়া প্রশ্নের মুখোমুখি হয়ে ঘর্মাক্ত অবস্থায় বেরিয়ে এলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। টানা দু দফায় জেরা হলো তাঁর। এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রীর কন্যা অঙ্কিতার চাকরি চলে গেছে।

শুক্রবার সকাল ১১ টা থেকে শুরু হয় পরেশ অধিকারীর জিজ্ঞাসাবাদ৷ সাড়ে ৯ ঘন্টার পরেও বেশ কিছু প্রশ্ন বাকি রয়েছে খবর সিবিআই সূত্রে৷ ফলে আরও জেরার মুখে পড়তে চলেছেন তিনি। সিবিআই আঞ্চলিক দফতর কলকাতার নিজাম প্যালেসকে তৃণমূল কংগ্রেসের একাংশ নেতা ‘সিবিআই গুহা’ বলে ডাকেন।

   

সিবিআই সূত্রে খবর, শুক্রবার মূলত শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে যে বিষয়ে সিবিআইয়ের আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন, তা হলো কোন সময় তিনি দলবদল করেছিলেন? মেয়ের চাকরির বিষয়ে তিনি কিছু জানেন কি? কার মাধ্যমে নিয়োগ তালিকায় প্রথমে নাম না থাকলেও পরে প্রথমে নাম গেল মেয়ে অঙ্কিতার? সেটাই জিজ্ঞাসা করেছেন সিবিআই আধিকারিকরা।

উল্লেখ্য, বৃহস্পতিবার সিবিআইয়ের দায়ের করা এফআইআরে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল, কোনও এক প্রভাবশালী অদৃশ্য ক্ষমতার মাধ্যমে চাকরি হয়েছিল অঙ্কিতার৷ সেটাই খুঁজে বের করতে চায় সিবিআই। শুধুমাত্র অঙ্কিতা নয়, আর কারা এর সঙ্গে জড়িত? পুরো বিষয়টি পরিষ্কার করতে চাইছে সিবিআই আধিকারিকরা৷

সিবিআই সূত্রে খবর, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর সমস্ত বয়ান নেওয়া হয়েছে। সমস্ত বয়ান খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকেও তলব করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷