West Bengal SSC Scam: পর্ষদের ওয়েবসাইট ‘হ্যাক’ করে জাল সার্টিফিকেট দিত কুন্তল

নিয়োগ দুর্নীতি (West Bengal SSC Scam) মামলায় গত ১০ দিন ধরে জেল হেফাজতে রয়েছে তৃণমূল নেতা কুন্তল ঘোষ। গত ১০ দিন ধরে কুন্তল-সহ একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরক তথ্য পেয়েছে ইডি।

kuntal ghosh

short-samachar

নিয়োগ দুর্নীতি (West Bengal SSC Scam) মামলায় গত ১০ দিন ধরে জেল হেফাজতে রয়েছে তৃণমূল নেতা কুন্তল ঘোষ। গত ১০ দিন ধরে কুন্তল-সহ একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরক তথ্য পেয়েছে ইডি।  সূত্রের খবর, বেআইনিভাবে অযোগ্য চাকরি প্রার্থীদের হাতে টেট পাশের শংসাপত্র তুলে দিত তৃণমূল নেতা কুন্তল ঘোষ। অথচ পর্ষদের ওয়েবসাইটে নিজেদের নাম দেখতে পাননি চাকরিপ্রার্থীরা৷ এখান থেকেই তাঁদের মনে সন্দেহ জাগে। তবে কী পর্ষদের ওয়েবসাইট হ্যাক করে জাল সার্টিফিকেট দিত কুন্তল? উঠছে প্রশ্ন

   

কমিশনের নাম করে ৩২৫ জন চাকরি প্রার্থীদের কাছ থেকে ৩ কোটি ২৫ লক্ষ টাকা তুলেছিল কুন্তল৷ প্রথমে চাকরি প্রার্থীদের টেট পাশের জাল সংশাপত্র তাঁদের তুলে দিত কুন্তল৷ চাকরি প্রার্থীদের সন্দেহ ছিল, টেট পাশ হলেও তাঁদের নাম ওয়েবসাইটে কেন দেখানো হচ্ছে না। কুন্তলের বক্তব্য ছিল, ওয়েবসাইট আপডেট না হওয়ার কারণে তা দেখা যাচ্ছে না। সময় অন্তর তা হয়ে যাবে। কিন্তু সময় বয়ে গেলেও মেলেনি তা৷ পরে টাকা ফেরত চেয়ে চাপ দিতে শুরু করে চাকরি প্রার্থীরা৷

সূত্রে খবর, ইএম বাইপাসের ধারে একটি ফ্ল্যাটে চাকরি প্রার্থীদের ডেকে তাঁদের নাম টেটের ওয়েবসাইটে দেখানো হত। সেখানেই নকল টেট পাশের শংসাপত্র তুলে দেওয়া হত। এমনটাই ইডিকে দীর্ঘ জিজ্ঞাসাবাদে জানিয়েছেন চাকরি প্রার্থীরা। ৩২৫ জনের মধ্যে ২৭ জনকে চাকরি দিয়েছে কুন্তল। তবে বাকি টাকা আর কারা পেল? কীভাবে সংশাপত্র জাল করা হত? তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে।

অন্যদিকে, মঙ্গলবার ইডি দফতরে হাজিরা দেন তাপস মণ্ডল এবং গোপাল দলপতি৷ কুন্তল আগে দাবি করেছিল তিনি টাকা গোপাল দলপতিকে দিয়েছেন। ইডি সূত্রে খবর, গোপাল মারফত চাকরি প্রার্থীদের নাম যেন উঁচু তলায়। আবার গোপাল দাবি করেছেন, তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। তিনি পার্থ চট্টোপাধ্যায়কে চেনেন না। অন্যদিকে, কুন্তলের থেকে পাওয়া সমস্ত নথি খতিয়ে দেখে আগামী দিনে কী পদক্ষেপ নেয় ইডি? এখন সেটাই দেখার।