মোদী-মমতা বৈঠকের আগেই বিকাশের হুঙ্কার ‘কেউ রক্ষা পাবে না’

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি (SSC Scam) নিয়ে বিপর্যস্ত বর্তমান রাজ্য সরকার৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে একাধিক মামলার তদন্ত করছে সিবিআই৷ এরই মধ্যে সম্প্রতি ইডির তৎপরতায় গ্রেফতার হয়েছে…

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি (SSC Scam) নিয়ে বিপর্যস্ত বর্তমান রাজ্য সরকার৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে একাধিক মামলার তদন্ত করছে সিবিআই৷ এরই মধ্যে সম্প্রতি ইডির তৎপরতায় গ্রেফতার হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। গোটা বিষয়টিকে নিয়ে বারবার রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করে চলেছেন সিপিআইএমের রাজ্যসভার সাংসদ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর চ্যালেঞ্জ কেউ রক্ষা করতে পারবে না।

In a special meeting Cm Mamata Banerjee will meet pm modi in his residence

নিয়োগ দুর্নীতির তদন্তের মাঝে দিল্লিতে প্রধানত মোদী ও মুখ্যমন্ত্রী মমতার বিশেষ বৈঠক নিয়ে রাজনৈতিক মহল সরগরম। সিপিআইএম সহ নেটিজেনদের কটাক্ষ, ‘সেটিং চলছে’।

একাধিক সভা থেকে বিকাশরঞ্জন ভট্টাচার্যকে বলতে শোনা গেছে, ২০১১ সালের পর থেকেই সরকার দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে৷ যার উদাহরণ হিসাবে এই বিপুল অঙ্কের টাকা উদ্ধার হয়েছে৷ গোটা তৃণমূল দলটাই দুর্নীতির সঙ্গে জড়িত। মুখ্যমন্ত্রী এ সম্পর্কে অবগত। এর সঙ্গে মুখ্যমন্ত্রীর যোগ রয়েছে বলেও জানিয়েছেন তিনি৷

বিকাশরঞ্জন ভট্টাচার্যের কড়া প্রশ্নের জবাব দিতে গিয়ে হিমশিম খেতে হয়েছে রাজ্যের আইনজীবীদের৷ তিনি জানান, আদালতে যে সমস্ত মামলার শুনানি চলছে, সেই সমস্ত মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে আরও তথ্য তালাশে নেমেছেন৷ আগামী দিনে আরও তথ্য প্রমাণ সহ আদালতে উপস্থিত হবেন৷

কেন একাংশ তৃণমূল নেতারা ঘর ছাড়ছে ? পড়ুন: 

চাকরি প্রার্থীদের টাকায় পেল্লায় বাড়ি বানিয়ে পালিয়েছে বহু TMC নেতা

বিকাশরঞ্জন ভট্টাচার্যের মতো আইন বিশেষজ্ঞ রাজ্য সরকারের ঘুম উড়িয়েছে তা সর্বত্র আলোচনা। বারবার মুখ্যমন্ত্রীর বারবার আক্রমণের নিশানায় থেকেছেন তিনি। তবে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বর্ষীয়ান বাম নেতা। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী তাঁর বিরুদ্ধে প্রমাণ করতে পারলে রসগোল্লা খাওয়াবেন।

আগামী ১৬ অগাস্ট থেকে কলকাতা হাইকোর্টে ফের একাধিক মামলার শুনানি রয়েছে। একদিকে ইডি, সিবিআইয়ের তৎপরতায় রাজ্য সরকারের অস্বস্তি বেড়েছে। এরই মধ্যে বিকাশবাবু আগামী দিনে আদালতে কী তথ্য পেশ করেন তা নিয়ে স্যোশাল মিডিয়ায় কৌতুহল জেগেছে। যদিও এবিষয়ে কলকাতা ২৪x৭ কে বিকাশবাবু জানিয়েছেন, যে সমস্ত মামলা চলছে সেবিষয়েই তিনি একথা বলেছেন। বিষয়টি এখনও বিচারাধীন তাই বিশেষ কিছু বলতে রাজি হননি রাজ্যসভার সাংসদ।