SSC Scam: অঙ্কিতা-ববিতার হাত ঘুরে লাখ লাখ টাকা ঢুকবে অনামিকার ঘরে

টাকা তুমি কার? আপাতত রাজ্য জুড়ে আলোচনা অনামিকার! এসএসসি নিয়োগ দুর্নীতির (SSC Scam) তদন্তে চাকরিচ্যুত ববিতা সরকারকে ফেরত দিতে হবে ১৫ লক্ষ টাকা। টাকা এসেছিল…

SSC Scam: অঙ্কিতা-ববিতার হাত ঘুরে লাখ লাখ টাকা ঢুকবে অনামিকার ঘরে

টাকা তুমি কার? আপাতত রাজ্য জুড়ে আলোচনা অনামিকার! এসএসসি নিয়োগ দুর্নীতির (SSC Scam) তদন্তে চাকরিচ্যুত ববিতা সরকারকে ফেরত দিতে হবে ১৫ লক্ষ টাকা।

টাকা এসেছিল যেমন, তেমনই চলেও গেল। আদালতের নির্দেশে চাকরিচ্যুত ববিতা সরকারকে ১৫ লাখ টাকা সরকারের ঘরে জমা করতে হবে। সেই টাকা পাবেন একই পদে চাকরি পাওয়া অনামিকা রায়। আগামী ১৯ মে’র মধ্যে রেজিস্ট্রার জেনারেলের কাছে ১৫ লক্ষ টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আদালতে ববিতা জানান, ওই ১৫ লক্ষ টাকার মধ্যে ১১ লক্ষ টাকা তিনি মঙ্গলবারই জমা দিয়ে দিতে পারবেন। বাকি টাকা জলদি মিটিয়ে দেবেন।

চাকরি চলে গেছে ববিতা সরকারের। কারন তিনিও অযোগ্য বলে বিবেচিত হয়েছেন। অথচ এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় হকের চাকরি পেতে আদালতে লড়াই করে তৎকালীন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতার বেআইনি নিয়োগ প্রমাণ করেছিলেন ববিতা। গোটা রাজ্যে পড়েছিল শোরগোল। অঙ্কিতাকে বরখাস্ত করে ববিতাকে চাকরি দেওয়া হয়েছিল আদালতের নির্দেশে।

Advertisements

আদালতে জয়ী হয়ে ববিতা সরকার শিক্ষকতার চাকরিতে যোগ দেন। এর পরেই অনামিকা রায়ের আবির্ভাব হয় এই মামলায়। তিনি নিজেকে ববিতার থেকেও যোগ্য বলে দাবি করেন আদালতে।

অনামিকার করা মামলায় শেষ পর্যন্ত ববিতার হার হয়েছে। ববিতা সরকারের চাকরি বাতিলের জন্য স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছে আদালত।বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন গোটা ঘটনা দুর্ভাগ্যজনক। চাইলে ববিতাকে শাস্তি দিতে পারত আদালত। সেটুকু স্বস্তি নিয়েই বাড়ি ফিরুন।