SSC Scam: মধ্যশিক্ষা পর্ষদ ভবনে সিবিআইয়ের হানা

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় সিবিআইয়ের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। তবে আশ্বাস রাখার জন্য আদালতের…

CBI searched the SSC building

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় সিবিআইয়ের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। তবে আশ্বাস রাখার জন্য আদালতের কাছে অনুরোধ জানিয়েছিলেন সিবিআইয়ের আইনজীবী। এরই মধ্যে এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় গতি বাড়াল সিবিআই। বৃহস্পতিবার সল্টলেকের ডিরোজিও ভবনে তল্লাশি অভিযান চলছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আধিকারিক কর্মীদের ও পর্ষদের অ্যাডমিন পারমিতা রায়কে।

সিবিআই সূত্রে খবর, এদিন সকালেই নিজাম প্যালেস থেকে বেরিয়ে মধ্যশিক্ষা পর্ষদের ভবনে উপস্থিত হয় সিবিআইয়ের ছয় জনের একটী টিম। সেখানে এই মুহূর্তে সিবিআইয়ের তল্লাশি শুরু হয়েছে।

   

সূত্রের খবর, গত তিন দিন ধরে মধ্যশিক্ষা দফতরে দফায় দফায় তল্লাশি চালিয়েছেন গোয়েন্দারা। সেই অভিযানে একাধিক তথ্য সিবিআই আধিকারিকদের হাতে এসেছে। সেই সমস্ত নথিকে সামনে রেখেই চলছে জিজ্ঞাসাবাদ।

সিবিআই সূত্রে খবর, কীভাবে নিয়োগের ক্ষেত্রে তদন্ত হয়েছে? কার নির্দেশে এই নিয়োগ করা হয়েছে গোটা বিষয়টি জানার জন্য আজকে একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের ভবনে যে হার্ডডিস্ক রয়েছে, সেগুলোকে খতিয়ে দেখা হচ্ছে। সেইসঙ্গে সমস্ত আধিকারিকদের বয়ান রেকর্ড করা হচ্ছে। এই মামলায় পর্ষদে অভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায়কে তলব করা হতে পারে বলে যাচ্ছে।

সিবিআইয়ের তরফে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রে যে এফআইআর দায়ের করা হয়েছে, তাতে রয়েছে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নাম। রয়েছে উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যদের নামও। নিয়ম অনুযায়ী, নিয়োগের ক্ষেত্রে সুপারিশ করে স্কুল সার্ভিস কমিশন।নিয়োগ হয় মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমে। তাই দুর্নীতির শিকড়ে পৌঁছাতেই পর্ষদের আধিকারিকদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই।