SSC Scam: মমতা সরকারের মাথায় বজ্রাঘাত, শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই

স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি (SSC Scam) নিয়োগের ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সুব্রত তালুকদার…

TMCP to Stage Protest and Hold Rally Over Recruitment Scam Issue

স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি (SSC Scam) নিয়োগের ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সুব্রত তালুকদার এবং বিচারপতি আনন্দকুমার মুখ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে সিঙ্গেল বেঞ্চ সীমা অতিক্রম ক্রছে না।

এদিন মামলাকারীদের তরফে আইনজীবী ফিরদৌস শামিম বলেন, সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে বলবৎ করা হয়েছে। অর্থাৎ সিবিআই তদন্তের নির্দেশে মান্যতা দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ২০১৯ সালে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে যে সুপার কমিটি গঠন করা হয়েছিল, তাঁরা জড়িত। মন্ত্রীও এই ঘটনায় জড়িত। যে পরিমাণ আর্থিক দুর্নীতি হয়েছে তা তদন্ত করার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

Advertisements

একইসঙ্গে প্রাক্তন বিচারপতি আরকে বাগ নেতৃত্বে যে কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির রিপোর্ট সিঙ্গেল বেঞ্চের হাতে তুলে দেওয়া হবে। সেই রিপোর্টের ভিত্তিতে আগামী দিনে তদন্ত হবে বলে জানিয়েছে আদালত।