মধ্যশিক্ষা পর্ষদ সভাপতিকে জেরা করছে সিবিআই, উদ্বিগ্ন পার্থ

স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতি তদন্তে এবার গতি বাড়ছে সিবিআই। চলছে রাঘব বোয়ালদের জেরা। উদ্বেগ বাড়ছে প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের। কারণ…

স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতি তদন্তে এবার গতি বাড়ছে সিবিআই। চলছে রাঘব বোয়ালদের জেরা। উদ্বেগ বাড়ছে প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের। কারণ এবার সিবিআই ঘিরেছে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতিকে। তাঁকে জেরা করছে।

এদিন মধ্যশিক্ষা পর্ষদ ভবনে অভিযানের পাশাপাশি নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিংহের বাড়িতেও হানা দেয় সিবিআই। পরে পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গিয়ে উপস্থিত হন সিবিআই গোয়েন্দারা। তাঁকে সঙ্গে নিয়ে আবার মধ্যশিক্ষা পর্ষদের দফতরে আসে সিবিআই দল।  দফতরেই কল্যাণময়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

   

আগে একাধিক বার পর্ষদ সভাপতিকে ডেকে পাঠানো হয়েছে। তদন্তকারীদের ডাকে সাড়া না দেওয়ার জন্যই সভাপতির বাড়ি গিয়ে তাঁকে অফিসে নিয়ে আসা হয়েছে। এর ফলে চাপ বেড়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।

এদিন সকালেই নিজাম প্যালেস থেকে বেরিয়ে মধ্যশিক্ষা পর্ষদের ভবনে উপস্থিত হয় সিবিআইয়ের ছয় জনের টিম। অ্যাডমিন-সহ আধিকারিকদের জেরা করা হয়। তিন দিন ধরে মধ্যশিক্ষা দফতরে দফায় দফায় তল্লাশি চালিয়েছেন গোয়েন্দারা। সেই অভিযানে একাধিক তথ্য সিবিআই আধিকারিকদের হাতে এসেছে। সেই সমস্ত নথিকে সামনে রেখেই চলছে জিজ্ঞাসাবাদ।

সিবিআই সূত্রে খবর, কীভাবে নিয়োগের ক্ষেত্রে তদন্ত হয়েছে? কার নির্দেশে এই নিয়োগ করা হয়েছে গোটা বিষয়টি জানার জন্য আজকে একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সিবিআইয়ের তরফে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রে যে এফআইআর দায়ের করা হয়েছে, তাতে রয়েছে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নাম। রয়েছে উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যদের নামও। নিয়ম অনুযায়ী, নিয়োগের ক্ষেত্রে সুপারিশ করে স্কুল সার্ভিস কমিশন। এরপর নিয়োগ হয় মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমে। তাই দুর্নীতির শিকড়ে পৌঁছাতেই পর্ষদের আধিকারিকদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই।বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন অভিযুক্তদের দুর্নীতির ফল ভুগতে হবে।