মুখ খুললেন এ রাজ্যের অপর রাজনৈতিক ‘গ্ল্যাম-কুইন’ বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শিক্ষক নিয়োগ (SSC Scam) দুর্নীতির বিষয়ে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর এদিন তাঁর বাক্য বোমা হামলা শুরু হলো। বৈশাখী এক সংবাদ মাধ্যমে বলেছেন, ‘উনি বলতেন শিক্ষা দফতরটা হরিশ মুখার্জি স্ট্রিট থেকে নয়, নাকতলা থেকে চলবে…’
তৃণমূল কংগ্রেস মহাসচিব ও মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা, বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছে। ইডি জানিয়েছে, এর পরিমাণ ২২ কোটি। এছাড়াও রাজ্য জুড়ে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতার একের পর এক বিলাসবহুল বাড়ি, ফ্ল্যাটের সন্ধান মিলছে। নামে বেনামে পার্থবাবুর সম্পত্তি কমপক্ষে ৭০০ কোটি ও অর্পিতার ২০০ কোটি বলে মনে করছে ইডি।
পার্থ ও অর্পিতার সম্পর্ক উঠে আসতেই কিছুটা ঢাকা পড়েছিল শোভন-বৈশাখী সম্পর্কের কথা। একের পর এক ঘনিষ্ট ছবি দিয়ে গত কয়েকবছর প্রাক্তন মেয়রের সঙ্গে বিশেষ সম্পর্ক প্রমাণ করেছেন বৈশাখী। আর শোভন চট্টোপাধ্যায়ও সেটি স্বীকার করে বৈশাখীকে ‘সিঁদুর পরানো বান্ধবী’ করেছেন। দুজনেই ফের তৃণমূল কংগ্রেসে ফিরতে চান।
এর মাঝে এসসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জড়িয়ে যাওয়া, তাঁর গ্রেফতারি ও বান্ধবী অর্পিতার উত্তেজক ছবি ঘিরে চর্চায় ফিকে হয়ে গেছিলেন বৈশাখী। বিস্ফোরক মন্তব্য করে তিনি ফের চর্চিত।