SSC Scam: বিরাট মিছিলের ডাক দিল চাকরি প্রার্থীদের মহাজোট

নিয়োগ(SSC SCAM) নিয়ে বারবার সরকারের তরফে শুধুমাত্র প্রতিশ্রুতি মিলেছে৷ আদালতের কাটখড় পুড়িয়েও কোনও লাভ হয়নি অগত্যা অবস্থানে বসে থেকে দিনের পর দিন গুনছেন চাকরি প্রার্থীরা।…

west bengal SSC scam

নিয়োগ(SSC SCAM) নিয়ে বারবার সরকারের তরফে শুধুমাত্র প্রতিশ্রুতি মিলেছে৷ আদালতের কাটখড় পুড়িয়েও কোনও লাভ হয়নি অগত্যা অবস্থানে বসে থেকে দিনের পর দিন গুনছেন চাকরি প্রার্থীরা। অসীম ধৈর্যকে হাতিয়ার করে চাকরি প্রার্থীদের আন্দোলন ইতিহাস গড়েছে। তাই নিজেদের হকের দাবিতে ১৭ ডিসেম্বর বিরাট মিছিলের ডাক দিল প্রতিটি সংগঠন৷ 

আগামী শনিবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। উপস্থিত থাকবে বঞ্চিত চাকরি প্রার্থীদের ৯ টি মঞ্চ। অর্থাৎ, গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম ও একাদশ-দ্বাদশের চাকরি প্রার্থীরা উপস্থিত থাকবেন মিছিলে৷ শিয়ালদহ থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল অবধি হবে মিছিল। মিছিলে চাকরি প্রার্থীদের সঙ্গে উপস্থিত থাকবে বুদ্ধিজীবীরাও। 

বেআইনিভাবে টাকার বিনিময়ে প্রভাব খাটিয়ে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে। এই অভিযোগ অনেক আগে থেকেই তুলেছিলেন চাকরি প্রার্থীরা। এরপর দীর্ঘ সময় কেটে গেছে। এখন আদালত ঘুরে বেআইনি চাকরি প্রাপকদের বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে আদালত৷ আগামী দিনে এই সংখ্যা আরও বাড়তে পারে৷ এমনটা আশঙ্কার মধ্যে দীর্ঘ আন্দোলন জারি রেখেছেন চাকরি প্রার্থীরা। 

ধর্মতলার একাধিক সংগঠনের আন্দোলন ইতিমধ্যেই ১০০ দিন পার করেছে। আবার কোনও মঞ্চের আন্দোলন পড়তে চলেছে ৬৫০ দিনের মাথায়। এর আগে চাকরি প্রার্থীদের মিছিল ঘিরে রণক্ষেত্র আকার নিয়েছিল এক্সাইড চত্বর। সপ্তাহের শেষ দিনে একই সম্ভাবনা দেখা দেবে না তো? পুলিশ অতিসক্রিয়তা নিয়ে আগাম প্রশ্ন উঠতে শুরু করেছে।