SSC Scam: ১৭ হাজার হবু শিক্ষকের ভবিষ্যত নির্ধারিত হবে হাইকোর্টে

২১ জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ১৭ হাজার পদ খালি পড়ে রয়েছে। কিন্তু আদালতে মামলা চলার কারণে সেখানে নিয়োগ হচ্ছে না।সেই শূন্যপদ নিয়ে রিপোর্ট চেয়েছিল রাজ্য। আজই আদালতে রিপোর্ট পেশের শেষ দিন আজই নির্ধারিত হবে ১৭ হাজার হবু শিক্ষকের ভবিষ্যত। (SSC Scam)

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শিক্ষক নিয়োগে ১৭ হাজার পদ তৈরি রয়েছে। ভর্তি করার জন্য সংশ্লিষ্ট বিভাগও প্রস্তুত। কিন্তু আদালতে কেস চলছে বলে কিছু করতে পারছি না। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে কার্যত অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

   

তিনি বলেন, চাকরি কি ধরনের চাকরি? শিক্ষা সংক্রান্ত চাকরি হলে তার বিভাজন কী? রাজ্যের শিক্ষাসচিবকে রিপোর্ট পেশ করার নির্দেশ দেন তিনি। রাজ্যের শিক্ষাসচিব রিপোর্ট পেশ করবেন ২৯ জুলাই। একইসঙ্গে বিচারপতি বলেন, শূন্যপদে যদি গ্রন্থাগারিক নিয়োগের পদও থাকে, তবে তা-ও দেখাতে হবে। তবে তিনি শুধুমাত্র প্রাথমিক এবং মাদ্রাসায় নিয়োগ নিয়েই পদক্ষেপ করতে পারবেন বলেও জানিয়েছেন।

শিক্ষাক্ষেত্রে দুর্নীতির নয়া গড়েছে রাজ্য। ইডির হেফাজতে প্রাক্তন শিক্ষামন্ত্রী। তার ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা সোনার গয়না, বিদেশী মুদ্রা, জমির দলিল। যা দেখে সারা দেশজুড়ে শোরগোল পড়ে গেছে। এরই মধ্যে একাধিক মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে৷ এর মধ্যে কোন ১৭ হাজার নিয়োগের কথা বলা হচ্ছে তা নির্দিষ্ট করে জানতে চেয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

একইসঙ্গে কোন রায়ের কারণে অসুবিধা হচ্ছে তা জানতে চান বিচারপতি৷ বারবার বিচারব্যবস্থাকে টেনে রাজনৈতিক বক্তব্য রাখার জন্য তীব্র নিন্দা জানান তিনি। আজই সেই বিষয়ে আদালত চুড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন