স্কুলে পড়াচ্ছেন? SSC-র নিয়োগে এবার বাড়তি সুবিধা

কলকাতা: চলতি বছরের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড়সড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (SSC)। যাঁরা ইতিমধ্যেই সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে শিক্ষকতা করছেন অথবা যাঁরা…

SSC Teacher Recruitment

কলকাতা: চলতি বছরের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড়সড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (SSC)। যাঁরা ইতিমধ্যেই সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে শিক্ষকতা করছেন অথবা যাঁরা আগে শিক্ষকতার অভিজ্ঞতা অর্জন করেছেন, তাঁদের জন্য অতিরিক্ত সুবিধা দেওয়ার পথ সুগম করল কমিশন। প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৫ সালের নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য SSC-র ওয়েবসাইটে এক নতুন ‘এডিট অপশন’ যুক্ত করা হয়েছে।

এই ‘এডিট অপশন’-এর মাধ্যমে কর্মরত তথা যোগ্য শিক্ষক-শিক্ষিকারা তাঁদের পূর্ববর্তী শিক্ষকতার বিস্তারিত তথ্য আপলোড করতে পারবেন। উদাহরণস্বরূপ, আগে কোথায় শিক্ষকতা করেছেন, সেই স্কুলের নাম, স্কুলের কোড নম্বর, শিক্ষক হিসেবে প্রথম যোগদানের তারিখ, মোট কত বছরের অভিজ্ঞতা রয়েছে, ইত্যাদি তথ্য SSC-এর নির্দিষ্ট ফর্মে পূরণ করতে হবে। পাশাপাশি, আগের পরীক্ষার রোল নম্বর এবং যোগ্যতা সম্পর্কিত আরও কিছু জরুরি তথ্যও জানাতে হবে।

   

এই ফিচারটি চালু হচ্ছে আগামী ৫ আগস্ট ২০২৫ থেকে, এবং চলবে ১১ আগস্ট ২০২৫ পর্যন্ত। এই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই সমস্ত কর্মরত বা যোগ্য আবেদনকারীদের এই ‘এডিট অপশন’-এর সুবিধা নিতে হবে। বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, এই নতুন ব্যবস্থাটি মূলত শিক্ষকতার অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত নম্বর দেওয়ার প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও তথ্যভিত্তিক করতেই আনা হয়েছে।

প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশন পূর্বেও শিক্ষকতার অভিজ্ঞতার ভিত্তিতে প্রাপ্ত নম্বর নির্ধারণ করে এসেছে। কিন্তু এবার আরও বিস্তারিত তথ্য চাওয়ার মধ্যে দিয়ে প্রক্রিয়াটিকে একপ্রকার ডিজিটাল নথিভুক্তির পর্যায়ে নিয়ে যাওয়া হল। এতে করে আবেদনকারীর অভিজ্ঞতা যাচাই করা অনেক সহজ হবে বলে মনে করা হচ্ছে।

কী কী তথ্য দিতে হবে?
আবেদনকারীর নাম ও বর্তমান পদের বিবরণ

প্রথম স্কুলে যোগদানের তারিখ

মোট অভিজ্ঞতার বছর

Advertisements

পূর্ববর্তী স্কুলের নাম ও কোড

আগের এসএসসি পরীক্ষার রোল নম্বর

চাকরির ধরন (স্থায়ী / চুক্তিভিত্তিক)

SSC-এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষামহল। তাঁদের মতে, এর ফলে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের চাকরির অভিজ্ঞতা আরও বেশি প্রাধান্য পাবে এবং নিয়োগ প্রক্রিয়া হবে অধিকতর স্বচ্ছ ও প্রামাণ্যভিত্তিক।

এখন দেখার বিষয়, SSC-এর এই উদ্যোগ আদতে কতটা সাড়া ফেলে, এবং কর্মরত শিক্ষকদের জন্য এই সুবিধা কতটা কার্যকর হয়। তবে আপাতত, এক নতুন নিয়োগ দফার প্রাক্কালে SSC-এর এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে শিক্ষা দফতরের একাংশ।