রাজ্যপাল ছাড়াই মঙ্গলেই ‘মঙ্গল’! স্পিকারের বার্তায় কাটতে চলেছে জট

আরও একবার রাজ্যপাল ছাড়াই চার বিধায়কের শপথ হতে চলেছে রাজ্যে। সোমবার বাদল অধিবেশনের প্রথম দিনেই এই কথা জানিয়ে দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাজভবন সূত্রে কোনও…

tmc

আরও একবার রাজ্যপাল ছাড়াই চার বিধায়কের শপথ হতে চলেছে রাজ্যে। সোমবার বাদল অধিবেশনের প্রথম দিনেই এই কথা জানিয়ে দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাজভবন সূত্রে কোনও ইতিবাচক আভাস না পাওয়ার ফলেই এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

বাতিল এই ট্রেনের টিকিটের পুরো টাকা ফেরত পাবেন যাত্রীরা! এইসব শর্ত মানলেই কেল্লাফতে

   

রাজ্যপাল ছাড়াই আবার চার উপনির্বাচনে জিতে আসা বিধায়কের শপথ দেখতে চলেছে বাংলা। বিধায়কদের শপথগ্রহণ করাতে রাজভবনে চিঠি পাঠিয়েছিল বিধানসভার সচিবালয়। কিন্তু বিধানসভার চিঠির জবাবে রাজভবন যে চিঠিটি বিধানসভার সচিবালয়কে পাঠিয়েছে, তাতে শপথগ্রহণ সংক্রান্ত কোনও দায়দায়িত্বের কথা বলা হয়নি। মানিকতলায় সুপ্তি পাণ্ডে, বাগদায় মধুপর্ণা ঠাকুর, রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী, রায়গঞ্জে কৃষ্ণ কল‌্যাণী-এই চার বিধায়কের শপথ নিয়ে আর জলঘোলা করতে চাইছে না রাজ্য। উপরন্তু অতীত থেকে শিক্ষা নিয়ে রাজ্য আর রাজ্যপাল সংঘাতে জড়াতে চাইছে না। তাই মঙ্গলবারেই জয়ী চার বিধায়কের শপথগ্রহণ করানো হবে।

অতীতের আতঙ্ক গ্রাস করছে সাগরে, ধসে বিপর্যস্ত কপিলমুনি আশ্রম

রাজ্যপালের তরফে আর পরবর্তী কোনও সিদ্ধান্তের কথা জানানো হয়নি। এই পরিস্থিতিতে সোমবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, মঙ্গলবার দুপুর ১টায় চার সদ্য জয়ী বিধায়কের শপথ। ওইদিন নিট নিয়ে একটি প্রস্তাব পেশ হবে। বুধবার তা নিয়ে ঘণ্টাদুয়েক আলোচনা হবে। সূত্রের খবর, মঙ্গলবার অধিবেশনে যোগ দেওয়ার কথা মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের।