Sovan Chatterjee: বৈশাখীময় জীবনে দেবশ্রী উঁকি দিতেই আইনি নোটিশ ধরালেন শোভন

4084
Sovan Chatterjee actress Debashree Roy
Advertisements

একটা সময় দুই জনের মধ্যে সখ্যতা নিয়েও আলোচনা হয়েছে বিভিন্ন মহলে৷ প্রাক্তন বিধায়ক দেবশ্রীর (Debashree Roy) সঙ্গে পারিবারিক দিক থেকেও সুসম্পর্ক ছিল শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee)। কিন্তু এখন তাঁর জীবন বৈশাখীময়৷ তাই সেই জীবনে দেবশ্রী উঁকি দিতেই আইনি নোটশ ধরালেন শোভন চট্টোপাধ্যায়৷

বিতর্ক শুরু হয়েছে একটি ছবিকে ঘিরে। সম্প্রতি অভিনেত্রী ও রায়দিঘির প্রাক্তন বিধায়ক দেবশ্রী রায়ের সোশাল মিডিয়া প্রোফাইল থেকে দুটি পুরনো ছবি পোস্ট করা হয় যা নিয়ে আপত্তি তুলেছেন শোভন চট্টোপাধ্যায়। যেখানে শোভন চট্টোপাধ্যায়কে কলকাতা পুরসভার মেয়র বলা হচ্ছে৷ এটাতেই আপত্তি তাঁর৷

Advertisements

এদিন এক ভিডিও বার্তায় শোভন জানিয়েছেন, আমার অনুমতি ছাড়া, আমাকে না জানিয়ে আমার পারিবারিক অনুষ্ঠান ও কাজের জায়গায় তো ছবি পোস্ট করা হয়েছে। সেখানে আমার প্রাক্তন সরকারি পদের নাম উল্লেখ করা হয়েছে। ২০১৭, ২০১৮ এবং ২০১৯ সালের কথা তুলে ধরে যা পোস্ট করা হয়েছে তা সঠিক নয়। ওগুলি অনেক আগের ঘটনা কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে এমনভাবে পোস্ট করা হয়েছে যে দেখে মনে হচ্ছে ঘটনাগুলি তখনকার। বর্তমান পরিস্থিতি এখন তেমন নয়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে। এর মধ্যে আমি সুপরিকল্পিত চক্রান্তের গল্প পাচ্ছি। আমি সমস্ত নিয়ম মেনে এই ছবি নিয়ে দেবশ্রী রায়কে আইনি নোটিশ পাঠাচ্ছি৷

Advertisements

উল্লেখ্য, শোভন চট্টোপাধ্যায় তৃণমূল ছাড়তেই দেবশ্রীর সঙ্গে তৃণমূলের সম্পর্কের অবসান হতে শুরু করেছিল। এমনকি বৈশাখীকে সঙ্গে নিয়ে দিল্লিতে বিজেপির সদর দফতরে শোভন হাজির হতেই দেবশ্রীর উপস্থিতির খবর মেলে। শোনা গিয়েছিল শোভনের পরে তিনিও বিজেপিতে যোগদান করবেন৷ কিন্তু সেটা হয়নি। পরে শোভনের বিরুদ্ধে মামলা করেন দেবশ্রী। সঙ্গে ছিলেন শোভন পত্নী রত্না৷ যদিও বিচারক সেই মামলা খারিজ করে দেন। আজ ভিডিও বার্তায় সেই কথাও তুলে ধরেন শোভন। অর্থাৎ, এই বিষয়টি বাড়ার আগে সমূলে নির্মুল করতে চান শোভন চট্টোপাধ্যায়।

Advertisements