জিন্দলদের পাশেই সৌরভের ইস্পাত কারখানা? মন্ত্রিসভার সিদ্ধান্তে বাড়ল জল্পনা

স্পেন থেকেই বাংলায় ইস্পাত কারখানা তৈরির কথা ঘোষণা করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। কলকাতায় ফিরে তিনি জানান, আগামী ১৬ থেকে ২০ মাসের মধ্যেই সেই…

স্পেন থেকেই বাংলায় ইস্পাত কারখানা তৈরির কথা ঘোষণা করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। কলকাতায় ফিরে তিনি জানান, আগামী ১৬ থেকে ২০ মাসের মধ্যেই সেই কারখানা তৈরি হয়ে যাবে। এবার মন্ত্রিসভার সিদ্ধান্ত ঘিরে বাড়ল জল্পনা।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে মন্ত্রিসভার বৈঠক বসেছিল, সেখানে শালবনীর কারখানা নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠক শেষে মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, শালবনীতে জেএসডব্লু অর্থাৎ জিন্দলদের একটি প্রকল্প চলছে, তার পাশেই তৈরি হবে শিল্প পার্ক। এই সিদ্ধান্ত ঘিরেই বেড়েছে জল্পনা।

ফিরহাদ হাকিম জানিয়েছেন, শালবনীতে ৪ হাজার ১০২ একর জমি রয়েছে। যেখানে জেএসডব্লু (JSW)-র একটি কারখানা আছে। পাশে ১ হাজার ৯৭৯ একর জায়গায় তৈরি হবে ইন্ডাস্ট্রিয়াল পার্ক আর ১৩২ একর জমি বাণিজ্যিক কাজে ব্যবহার করা হবে। ওয়াকিবহাল মহলের অনুমান, ওই জমিতেই তৈরি হতে পারে সৌরভের কারখানা।

পশ্চিম বর্ধমানে একটি কারখানায় আগেই বিনিয়োগ করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পাটনাতেও রয়েছে একটি কারখানা। আর এবার ইস্পাত কারখানা তৈরি হওয়ার কথা মেদিনীপুরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরের সময় মাদ্রিদ থেকে এই কারখানার কথা ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, “আমার কাছে নতুন প্রজন্ম, যুব সম্প্রদায় খুবই গুরুত্বপূর্ণ। ওদের জন্যই বিনিয়োগ দরকার।”