লোকসভা ভোটের প্রচারে এমনিতেই সরগরম হয়ে উঠেছে চারিদিক। সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা ভোটের ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছেন আর এহেন পরিস্থিতিতে কেউ কাউকে একচুলও জমি ছাড়তে নারাজ। এমনিতেই বিষ্ণুপুর
লোকসভা কেন্দ্রে নজর ছিল সবার, কারণ প্রাক্তন স্বামী-স্ত্রী একে অপরের প্রতিদ্বন্দ্বী। আর এইবারে তাঁদের মধ্যে বাগযুদ্ধ ঘিরে শোরগোল পড়ে ফেল বিষ্ণুপুরে।
মঙ্গলবার পূর্ব বর্ধমানের গলসিতে পুজো দিয়ে সৌমিত্র খাঁ তাঁর নির্বাচনী প্রচার শুরু করেন। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ পুজো দেওয়ার পাশাপাশি দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন। আলাপচারিতা সারেন। করেন জনসংযোগও। আর সেই সময় তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হলে সুজাতা মণ্ডল প্রসঙ্গে কথা উঠলে তিনি বলেন, ” কলতলায় ঝগড়া করার মতো তৃণমূল কংগ্রেস প্রার্থী দাঁড় করিয়েছে।”
উল্লেখ্য এর আগে লোকসভা ভোটের প্রচারে গিয়ে চপ ভাজতে দেখা গিয়েছে সুজাতা মণ্ডলকে। শুধু তাই নয় বিভিন্ন কারণ হেতু তিনি দুষেছেন সৌমিত্র খাঁ-কে। সৌমিত্র খাঁ কি তারই জবাবে এই কথাগুলো বললেন? যদিও এখানেই শেষ নয়, তিনি আরও বললেন, ” তিনি চোরেদের দলে দাঁড়িয়েছেন।” যদিও এখনও পর্যন্ত সুজাতা মণ্ডল এই বিষয়ে কোনও পাল্টা বক্তব্য রাখেননি।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
