Sitrang Cyclone: সুন্দরবনকে তছনছ করবে সিত্রাং

পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে ছড়িয়ে থাকা সুন্দরবনকে (Sundarban) তছনছ করবে সামুদ্রিক ঘূর্ণি সিত্রাং (Sitrang Cyclone)। এটি অতি শক্তিশালী ঘূর্ণিতে পরিণত হয়ে বাংলাদেশে ঢুকবে মঙ্গলবার ভোরে।…

পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে ছড়িয়ে থাকা সুন্দরবনকে (Sundarban) তছনছ করবে সামুদ্রিক ঘূর্ণি সিত্রাং (Sitrang Cyclone)। এটি অতি শক্তিশালী ঘূর্ণিতে পরিণত হয়ে বাংলাদেশে ঢুকবে মঙ্গলবার ভোরে। কলকাতায় আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়, সিত্রাং অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে মধ্যরাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে বাংলাদেশ উপকূল অতিক্রম করবে।

Cyclone

  • সিত্রাং সুপার সাইক্নোন নয়।
  • এই ঝড় সিভিয়ার সাইক্লোন বা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়।
  • সুন্দরবনের বাংলাদেশের অংশে বিপুল ক্ষয় ক্ষতির সম্ভাবনা
  • পশ্চিমবঙ্গের উপকূলে ভারী বর্ষণের সম্ভাবনা

আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় উপ-মহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, সিত্রাং প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। বইছে ঝোড়ো হাওয়া। ঝড় এবং বৃষ্টির দাপট বেশি বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকায় পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

Cyclone-alert

হাওয়া অফিস জানিয়েছে, উপকূল এলাকায় ভারী বৃষ্টি ও কলকাতায় বৃষ্টি হবে হাল্কা থেকে মাঝারি। ঝড়ের গতিবেগও ঘণ্টায় ৪০ থেকে থেকে ৫০ কিলোমিটারের বেশি হবে না। ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়বে সুন্দরবন এলাকায়।

Sundarban

উপরের ছবিটি বাংলাদেশের উপকূলে অশান্ত বঙ্গোপসাগর। চট্টোগ্রামের  বিখ্যাত পতেঙ্গা সাগর সৈকত

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সোমবার রাতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে সিত্রাং। এই ঝড় দেশের মোট ১৯টি জেলায় প্রভাব ফেলবে। এর মধ্যে ১৩টি জেলায় মারাত্মকভাবে আঘাত হানবে সিত্রাং।

Cyclone

বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মহম্মদ এনামুর রহমান জানান, ঘূর্ণিঝড় পুরোপুরি বাংলাদেশ ভূখণ্ডে আঘাত হানবে। ভারতে আঘাত করার কোনও পূর্বাভাস নেই। উপকুলের এলাকা থেকে লোকজন সরিয়ে নিতে নির্দেশ দিয়েছি। সিত্রাং সিভিয়ার সাইক্লোন হিসেবে রূপ নিয়েছে।