SIT: ভোট পরবর্তী হিংসার ঘটনায় নয়া মোড়

ভোট পরবর্তী হিংসা মামলা নিয়ে এবার আদালতে রিপোর্ট জমা দিলো রাজ্যের তদন্তকারী সংস্থা এস আই টি(SIT)। Advertisements এই সিট-এর তরফ থেকে জানানো হয়েছে, তাদের কাছে…

ভোট পরবর্তী হিংসা মামলা নিয়ে এবার আদালতে রিপোর্ট জমা দিলো রাজ্যের তদন্তকারী সংস্থা এস আই টি(SIT)।

Advertisements

এই সিট-এর তরফ থেকে জানানো হয়েছে, তাদের কাছে মোট ৬৮৯ টি কেস ছিল যার মধ্যে একটির মাত্র তদন্ত করতে বাকি আছে। পাশাপাশি মোট ৩২৩ টি রিট পিটিশন দায়ের হয়েছিল। সেগুলোর মধ্যে থেকে একই মামলা একাধিকবার রয়েছে দেখে বাদ দিয়ে ২৯০ টিতে দাঁড়ায়। তার মধ্যে ১৩৮ টি মামলা বন্ধ করে দেওয়া হয়েছে।

   

মোট ১০৪টি মামলা দায়ের হয়েছিল। তার মধ্যে ৬২টি মামলার চার্জশিট দেওয়া হয়েছে। ৮ টি মামলার তদন্ত চলছে আর ২৩ টি মামলার দায়ভার সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছে।

স্পেশাল ইনভেস্টিগেশনের আইনজীবী অয়ন ভট্টাচার্য জানান, জাতীয় মানবাধিকার কমিশন মোট ৪৮ টি মামলা হস্তান্তরিত করেছিল তদন্তের জন্য ।এছাড়া ব্যক্তিগত তিনটি আলাদা অভিযোগ এসেছিল। তার মধ্যে ২০ টিতে চার্জশিট দাখিল হয়েছে নিম্ন আদালতে ।এর মধ্যে ১৮টি কেসে আরো তদন্তের প্রয়োজন আছে। ৪টি মামলা সিটকে হস্তান্তর করা হয়েছে। ২৮ টি মামলায় তদন্ত বাকি রয়েছে বলে জানিয়েছেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল।

 মামলাকারী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ও অনিন্দ্য সুন্দর দাস জানান, ‘তাদের অভিযোগের কোনো সুরাহা করছে না পুলিশ। রাজ্য কিছু করছে না। নতুন করে অভিযোগ নেওয়া হচ্ছে না এই ভোট পরবর্তী হিংসার ঘটনায়।’ এ ব্যাপারে প্রধান বিচারপতি হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দিয়েছেন আদালতকে।

রাজ্যের এজি বলেন, “সাপ্লিমেন্টারি হলফনামা থেকে মোট ২৪৩টি অভিযোগ পেয়েছিল রাজ্য।তার মধ্যে ২২টিতে ফোন নম্বর পাওয়া যায়নি।৮৬ টি জন অন্য কোথাও চলেগেছে।৩ জনকে পুলিশ বলার সত্তেও ফেরেনি।অনেক গুলো অভিযোগ পুনরাবৃত্তি করা হয়েছে। কিছু অভিযোগ ভুয়ো।”