সিগন্যাল বিকল, স্থগিত দমদম থেকে দক্ষিনেশ্বর মেট্রো চলাচল

হঠাৎ বিকল সিগন্যাল ব্যবস্থা। যার জেরে সোমবার সন্ধ্যায় বিঘ্নিত হল মেট্রো পরিষেবা (Kolkata Metro railway)। দমদম থেকে দক্ষিনেশ্বর পর্যন্ত বন্ধ থাকল মেট্রো পরিষেবা। এদিন ৫টা…

Signal blocked Dumdum to Dakhsineshwar metro service hault on friday

হঠাৎ বিকল সিগন্যাল ব্যবস্থা। যার জেরে সোমবার সন্ধ্যায় বিঘ্নিত হল মেট্রো পরিষেবা (Kolkata Metro railway)। দমদম থেকে দক্ষিনেশ্বর পর্যন্ত বন্ধ থাকল মেট্রো পরিষেবা। এদিন ৫টা ৫৬ মিনিট থেকে বন্ধ হয়ে যায় ওই রুটে মেট্রো চলাচল। মেট্রো চলছে দমদম থেকে কবি সুভাষ রুটে। এই ঘটনায় বিপাকে পড়তে হয় অফিস ফেরত যাত্রীদের। ভিড় জমেছে দক্ষিণেশ্বর স্টেশনে। 

নির্যাতিতার নাম প্রকাশের জন্য দু’বছরের জেল হতে পারে বিনীত গোয়েলের

   

মেট্রো রেল সূত্রে জানানো হয়, দমদমে সিগন্যাল ব্যবস্থা বিকল হয়ে যাওয়ার জন্যই এই বিপত্তি ঘটেছে। দক্ষিণেশ্বর এবং দমদমের মধ্যে ট্রেন বন্ধ। যে সব যাত্রীদের গন্তব্য দক্ষিণেশ্বর, তাঁরা বিপাকে পড়েছেন। দক্ষিণেশ্বরেও আটকে রয়েছেন বহু মানুষ।

উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইজরায়েলকে ‘শান্ত’ করতে ভারতের হস্তক্ষেপ দাবি ইরানের

এদিন বহু মানুষ দক্ষিনেশ্বরের ভবতারিনী মন্দিরে। কিন্তু আচমকা মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সেই সমস্ত দর্শনার্থীরা।

 

নাম বিভ্রাটে বয়কটের ডাক বাগান সমর্থকদের 

চাঁদনি চক স্টেশনেও কিছুক্ষণের জন্য থমকে থাকে মেট্রো পরিষেবা। ওই ঘটনায় বিভ্রান্তি সৃষ্টি হয় যাত্রীদের মধ্যে।