কলকাতার আরজি কর কান্ড রুপোলি পর্দায়!

কলকাতার আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে নৃশংশ ভাবে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশ। এই ঘৃণ্য ঘটনার প্রতিবাদ রাস্তায় নেমেছেন আমজনতা থেকে সব…

RG Kar Case: Victim Doctor's Family Calls for Nabanan Abhijan on 1st Anniversary of the Incident

কলকাতার আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে নৃশংশ ভাবে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশ। এই ঘৃণ্য ঘটনার প্রতিবাদ রাস্তায় নেমেছেন আমজনতা থেকে সব মহল। এই ঘটনার তদন্ত করছে সিবিআই। এই ঘটনার শুনানি চলছে দেশের শীর্ষ আদালতে এই আবহে আরজি কর কান্ডের ঘটনা রুপোলি পর্দায়।

নেপথ্যে রয়েছেন তৃণমূল নেত্রী রাজন্যা হালদার এবং ছাত্র পরিষদের নেতা প্রান্তিক চক্রবর্তী । মহালয়ার দিন মুক্তি পাবে ‘আগমনী: তিলোত্তমাদের গল্প’ এই শর্ট ফিল্মটি। এই শর্ট ফিল্মটিতে অভিনয়ও করেছেন রাজন্যা।
প্রসঙ্গত, গত ৯ সেপ্টম্বর ভোর রাতে এক মহিলা চিকিৎসককে কর্মব্যহত অবস্থায় নৃশংসভাবে ধর্ষণ করে খুন করার ঘটনায় রাজ্য থেকে গোটা দেশ তোলপাড় হয়ে উঠেছে। প্রতিবাদের আন্দলনের ঝড় উঠেছে সব মহলে । এই আন্দলনকে কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল। বরং আন্দোলনের বিপক্ষে কথা বলেছেন তৃণমূলের মুখপত্র, মন্ত্রী-বিধায়ক থেকে সাংসদ সকলেই। এবার তৃণমূল ঘনিষ্ট রাজন্যা হালদার আরজি কর কান্ড নিয়ে শর্ট ফিল্ম বানানোয় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে ।

   

এই প্রশ্নের উত্তরে তৃণমূল নেত্রী রাজন্যা হালদার সংবাদ মাধ্যমকে বলেন, ‘আরজি করের প্রেক্ষাপট নিয়েই গল্প। রাজন্যা অভিনয় করছে বলে হয়তো রাজনীতির প্রশ্ন কিছু উঠছে। তবে শিল্পী রাজন্যার কিন্তু একটা আলাদা পরিচয় আছে। সেই দায়িত্ব থেকেই এই কাজে হাত দিয়েছি। শিল্পীদেরও তো সমাজের প্রতি কিছু দায়িত্ব থাকে।’

Advertisements

তিনি আরও বলেন “একুশে জুলাইয়ের মঞ্চে এক রাজন্যার জন্ম হয়েছে। কিন্তু, রাজনীতিতে আসার আগে থেকেই রাজন্যার একটা শিল্পী সত্তা ছিল। একটা শৈল্পিক মনন ছিল। একই ভাবে প্রান্তিকেরও তা ছিল। সেই কারণেই এই ছবিটা করছি আমরা। রাজনীতি আমাদের পেশা। শিল্প সত্তার সঙ্গে এটার সম্পর্ক নেই।” এছাড়া শর্ট ফিল্মটিতে গত বছরের যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনা থাকবে বলে জানা গিয়েছে।