আরও এক উৎসবের দরজা খুলছে পশ্চিমবঙ্গ সরকার। তাও পুজোর মুখে। এই উৎসবকে কেন্দ্র করেই কলকাতা তথা বাংলার অর্থনীতিতে জোয়ার আসতে পারে বলে আশা খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।
পুজোর আগেই কলকাতায় বসতে চলেছে আন্তর্জাতিক ‘শপিং ফেস্টিভ্যাল’ (Shopping Festival)। দুবাইয়ে শপিং ফেস্টিভ্যালের প্রথা পুরনো। সেদেশে এই উৎসবের পোশাকি নাম ‘দুবাই শপিং ফেস্টিভ্যাল।’ গোল্ড প্লেটেড কফি থেকে বিশ্বমানের গ্যাজেট— যা কিছু তাঁদের সেরা, বিশ্বের দরবারে তা তুলে ধরতেই এই ফেস্টিভ্যালের আয়োজন। সেগুলি দেখতে দেখতে, সেখানকার স্পেশাল মেনুর স্বাদ নিতে, হোয়াইট গোল্ড অর্নামেন্টস কিনতে পর্যটকের বান ডাকে দুবাইয়ে। যার আদলে এবার কলকাতায় বসবে ‘শপিং ফেস্টিভ্যাল।’
নবান্ন সূত্রে খবর, বাংলার সেরা সবকিছু দুনিয়ার সামনে তুলে ধরতেই এই আয়োজনের উদ্যোগ মুখ্যমন্ত্রীর। এক কথায় ‘শোকেস বেঙ্গল।’ শপিং ফেস্টিভ্যালে ‘শোকেস ওয়েস্ট বেঙ্গল’ শীর্ষক বিশেষ প্রদর্শনীর ব্যবস্থাও থাকছে, যেখানে রাজ্যের হস্তশিল্প, টেক্সটাইল, খাবার-সহ রাজ্যের বিভিন্ন আকর্ষণকে বিশ্বের সামনে তুলে ধরা হবে। তুলে ধরা হবে জিআই ট্যাগ পাওয়া দ্রব্যসামগ্রী, শিল্পের পরিবেশের সমর্থনে তথ্য। শিল্পের জন্য রাজ্য সরকার কী কী সুবিধা দিচ্ছে তাও তুলে ধরা হবে।
বিধানসভা উপনির্বাচনে বিজেপি সাংসদের বোনকে প্রার্থী করল তৃণমূল
এবার পুজো আক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। আর তার আগে ২০-২৬ সেপ্টেম্বর, সাতদিনব্যাপী কলকাতার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে বসতে চলেছে এই ফেস্টিভ্যালের আসর।
জানা গিয়েছে, দেশ-বিদেশের বহু নামী-দামী সংস্থা এই ফেস্টিভ্যালে অংশ নেবে। পরে এই বাণিজ্য উৎসব ছড়িয়ে দেওয়া হবে জেলায় জেলায়। মূলত এই ফেস্টিভ্যাল বাণিজ্যে জোয়ার আনতেই।
নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর ডাকা শিল্প বৈঠকে এ নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনাও হয়েছে বলে খবর।
PSC-তেও দুর্নীতি! হোয়াটস অ্যাপে ফুড এসআই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতার ২
শপিং ফেস্টিভ্যালের বিষয়টি প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রকে দেখতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাইয়ের একটি সংস্থার সঙ্গে আলোচনাও এগিয়েছে বলে খবর। সেখানকার এক প্রতিনিধিদল শীঘ্রই রাজ্যে আসবে।
এ বছর নভেম্বরে প্রস্তাবিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS) হচ্ছে না। রাজ্যের দাবি, দীর্ঘ লোকসভা ভোটের কারণে অনেকটা সময় নষ্ট হয়েছে। সেই কারণে চলতি বছরে অষ্টম বিজিবিএস করা সম্ভব হচ্ছে না। তবে আগামী বছর বিজিবিএস হবে।