Sheikh Shahjahan: ‘CBI তদন্ত করলে খুব ভালো হবে’, বললেন শাহজাহান

লোকসভা ভোটের আবহে কলকাতা হাইকোর্টে জোরদার ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। সরকার মূলত এই ধাক্কা খেয়েছে সন্দেশখালি মামলায়। এদিকে গতকাল বুধবার সন্দেশখালির সব মামলায় সিবিআই তদন্তের…

লোকসভা ভোটের আবহে কলকাতা হাইকোর্টে জোরদার ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। সরকার মূলত এই ধাক্কা খেয়েছে সন্দেশখালি মামলায়। এদিকে গতকাল বুধবার সন্দেশখালির সব মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। যদিও এই ঘটনা নিয়ে একপ্রকার ‘ডোন্ট কেয়ার’ মনোভাব দেখালেন ইডি-র ওপর হামলায় ধৃত ও তৃণমূল নেতা শেখ শাহজাহান (Sheikh Shahjahan)।

সন্দেশখালিতে জমি দখল ও নারী নির্যাতনের সমস্ত অভিযোগের তদন্তভার বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হাতে তুলে দিয়েছে আদালত। এদিকে আজ বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্স থেকে হওয়ার সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বড় কথা বললেন শাহজাহান। তিনি যা বললেন তা শুনে হয়তো সকলেরই চোখ ছানাবড়া হয়ে গিয়েছে রীতিমতো। মূলত সিবিআই তদন্ত করলে ভালো হবে, ইডি তদন্ত করছে সেটাও ভালো, শেখ শাহজাহান বললেন, ‘সিবিআই তদন্ত করলে ভালো হবে, ইডি তদন্ত করছে সেটাও ভালো।’

এমনিতে সন্দেশখালির ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গে তুমুল হইচই পড়ে গিয়েছে। কলকাতা হাইকোর্ট সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচার ও জমি দখলের অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছে সিবিআইয়ের কাছে। সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার তদন্তও করছে সিবিআই। সন্দেশখালির ঘটনায় তৃণমূল নেতা শাহজাহান শেখ ও তাঁর সঙ্গীরা অভিযুক্ত। শাহজাহান শেখের বিরুদ্ধে ইডি টিমের উপরও হামলার অভিযোগ রয়েছে।

বুধবার কলকাতা হাইকোর্ট তার নির্দেশে সন্দেশখালিতে মহিলাদের বিরুদ্ধে জমি দখলের মতো অপরাধের অভিযোগের বিষয়ে আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। সন্দেশখালির ঘটনা নিয়ে রাজ্য সরকারকে ভর্ৎসনা করেছিল হাইকোর্ট। সন্দেশখালিত হিংসার ঘটনায় দায়ের করা আবেদনের শুনানিকালে আদালত বলে, ‘এই মামলা অত্যন্ত লজ্জাজনক। প্রত্যেক নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের। আদালত জানিয়েছিল, সন্দেশখালি মামলায় জেলা প্রশাসন ও পশ্চিমবঙ্গ সরকারকে নৈতিক দায়িত্ব নিতে হবে। এখানে শতভাগ দায় ক্ষমতাসীন সরকারের। একজন নাগরিকের নিরাপত্তা হুমকির মুখে পড়লে তার দায়-দায়িত্ব সরকারের। নির্যাতিতার আইনজীবী যা বলছেন তার মধ্যে যদি এক শতাংশও সত্যতা থাকে, তাহলে তা অত্যন্ত লজ্জাজনক। ‘