শাহরুখকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে সরাতে পথে নামছে বাংলাপক্ষ

শাহরুখ খান (Shah Rukh) বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর (brand ambassador) হতে পারে না, এই দাবি মাঝে মাঝেই ওঠে পশ্চিমবঙ্গে,এবার এই দাবি আরো জোরালো করল বাংলা পক্ষ…

Shah Rukh can not be the brand ambassador of Bengal

short-samachar

শাহরুখ খান (Shah Rukh) বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর (brand ambassador) হতে পারে না, এই দাবি মাঝে মাঝেই ওঠে পশ্চিমবঙ্গে,এবার এই দাবি আরো জোরালো করল বাংলা পক্ষ (Bangla Pokkho) ৷ শাহরুখ খান বাংলা বা বাঙালির কেউ নয় বরং শত্রু , এই দাবিও তোলে তারা। এর মূল কারণ হিসাবে দায়ী করা হচ্ছে শাহরুখ খানের বাঙালি বিদ্বেষী কার্যকলাপ কে।

   

ভারতীয় ক্রিকেটের স্বনামধন্য মঞ্চ আইপিএলে প্রতিনিধিত্ব করে বাংলার একমাত্র দল কলকাতা নাইট রাইডার্স।বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর এর পাশাপাশি এই দলের মালিকানা কিং খানের হাতে।যেই দলের নামের মধ্যে জড়িয়ে রয়েছে তিলোত্তমার নাম সেই দলে নেই তিলোত্তমা ছাড়াও বাংলার কোন ভূমিপুত্র। এছাড়াও কেকেআর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় কে বাদ দিয়েছে শাহরুখ খান এই জল্পনাও বাঙালির আবেগকে ক্ষুন্ন করেছে।

এছাড়াও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে একাধিকবার দেখা গিয়েছে বলিউড অভিনেতাকে।এই মঞ্চে প্রত্যেকবার তার মুখে শোনা গিয়েছে একাধিক বাংলা শব্দ, সেই বাংলা শব্দ মাঝে মাঝে বিকৃত করে উচ্চারণ হচ্ছে বলেও অভিযোগ উঠেছে একাধিকবার।’আমি তোমায় ভালোবাসি’ এই বাক্য বলেই বাঙালির মন জয় করে নেওয়া যায় না,এরও ঝড় উঠেছে বারবার সোশ্যাল মিডিয়ায়।গোটা দেশের পাশাপাশি এ রাজ্য যখন কোভিড অতি মাটিতে ধুঁকছিল বাংলার অ্যাম্বাসেডর হওয়ার দরুন সেভাবেও মানুষের পাশে দাঁড়াতে পারেনি কিং খান বলেই দাবি সাধারণের।

যারা বাঙালির শিরদাঁরা সোজা করে রাখতে শিখিয়েছে,বাঙালি যাদের জন্য বুক উঁচু করে নিজের পরিচয় দিতে পারে, এমনকি যে বাঙ্গালীদের সিনেমাও বিশ্ব সিনেমায় প্রভাব ফেলেছে,তাদের বাদ দিয়ে শাহরুখ খান কেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর এই প্রশ্ন ক্রমশই জোড়ালো হচ্ছে।বেশ কিছুদিন আগেই যখন মাদককাণ্ডের সঙ্গে শাহরুখপুত্রের নাম জড়িয়ে ছিল তখন একাধিক বিজ্ঞাপন সংস্থাকে শাহরুখ খানের থেকে হাত সরিয়ে নিয়ে যেতে দেখা গেছে তখনও এ রাজ্যের প্রশাসকদ্বয়ের কিছু ব্যক্তি শাহরুখ খানের সাথে ছিল,এই নিয়েও নিয়েও কম নিন্দা হয়নি এ রাজ্যে।

শাহরুখ বাংলা ব্যান্ড অ্যাম্বাসটার এ নিয়ে রাজনীতিতেও একাধিকবার দ্বন্দ্ব দেখা দিয়েছে।বাঙালির আবেগ সৌরভ গঙ্গোপাধ্যায় কে যখন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল তখন কেন্দ্রকে সরাসরি আক্রমণ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরই পাল্টা আক্রমণ শানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,তিনি বলেন বাইরের রাজ্য থেকে শাহরুখ খানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর না করে আগে সৌরভ গঙ্গোপাধ্যায় কে করুন তারপর আপনার মুখে এসব কথা শোভা পাবে।

আর এবার ‘শাহরুখ খান বাংলার ব্র‍্যান্ড এম্বাসাডার হতে পারে না’ এই দাবিকে জোড়ালো করে রাস্তায় নেমেছে বাংলা পক্ষ।