Security Guard: বাংলা টনিক দারুন কাজ, চাকরি ফিরে পেল বাঙালি সিকিউরিটি গার্ড

এ হল বাংলা টনিক। এক ডোজেই কাজ হয়। সও রেল হোক কিংবা LIC। বাঙালিকে অপমান করলেই সেখানে হাজির হয় টিম বাংলা পক্ষ। তারপর দেওয়া হয়…

এ হল বাংলা টনিক। এক ডোজেই কাজ হয়। সও রেল হোক কিংবা LIC। বাঙালিকে অপমান করলেই সেখানে হাজির হয় টিম বাংলা পক্ষ। তারপর দেওয়া হয় বাংলা স্পেশ্যাল ভোকাল টনিক। এই অব্যর্থ ওষুধে কাজ আগেও হয়েছে, এবারও হল। বাঙালির জায়গায় অনৈতিকভাবে কাজ পেয়ে যাচ্ছিল বহিরাগতরা। সেই চেইন ভাঙল বাংলা পক্ষ।এলআইসি’র সিকিউরিটি গার্ড (Security Guard)  নিতাই পাত্র ফিরে পেলেন চাকরি।

বাংলা পক্ষ জানিয়েছে, সিকিউরিটি কোম্পানির বহিরাগত সুপারভাইজার বাঙালি সিকিউরিটি গার্ডকে অনৈতিকভাবে বরখাস্ত করেছিল। বাংলা পক্ষ আন্দোলনের মাধ্যমে সেই বাঙালির চাকরি ফিরিয়ে দিতে পারলো।

   

ঘটনা গত সপ্তাহের। LIC তে বাঙালি সিকিউরিটি গার্ড সরিয়ে একের পর এক বহিরাগত চাকরি পাইয়ে দিচ্ছিলেন আর এক বহিরাগত। বাংলা পক্ষর সহযোদ্ধা প্রতিবাদ করতেই বেরিয়ে এসেছিল বাঙালি বিদ্বেষীর নখ, দাঁত। ঘরে গিয়ে মারধোরের হুমকি দেওয়া হয়েছিল। ঘটনার প্রতিবাদে নামে বাংলা পক্ষ।

জানা গিয়েছিল বাঙালি হঠিয়ে সিকিউরিটি কোম্পানি SISPLএর রিজিওনাল ম্যানেজার সুজিত কুমার তিওয়ারী বহিরাগতদের চাকরিতে নিয়ে আসতেন। এমনই একজন তপন মাইতি। তিনি জন্ডিসে আক্রান্ত হয়ে অফিসে আসতে পারছিলেন না। মাস দেড়েক পর ডাক্তার সার্টিফিকেট নিয়ে চাকরি জয়েন করতে এলে জানানো হয় তার জায়গায় অন্য কেউ কাজ করছে। এরপর অনেকবার বলা হলেও কিছুতেই পাত্তা দেয়নি। ঘোরানো হচ্ছিল নানা ভাবে।

এর প্রতিবাদ করেছিলেন বাংলা শ্রমিক পক্ষের অজয় মন্ডল। তাতেই মেলে হুমকি। বাংলা পক্ষ এসবে দমে যায় না। প্রতিবাদ শুরু হয়। ট্যুইট করে এই বাঙালি বিদ্বেষীকে চিনিয়ে দেওয়া হয়। তাঁকে পদচ্যুত করার দাবি জানায় বাংলা পক্ষ। চাপের মুখে বাঙালি যুবক ফিরে পেয়েছে চাকরি।