হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন হিন্দুত্ববাদী নেত্রী নূপুর শর্মা। জেরে জাতীয় বৃহস্পতিবার জাতীয় সড়কে অবরোধ, বিক্ষোভে যাত্রীরা নাজেহাল হন। টানা ১১ ঘন্টা পর স্বাভাবিক হয় পরিস্থিতি। শুক্রবার ফের পরিস্থিতি বেগতিক হতেই ১৪৪ ধারা জারি করল (Howrah) হাওড়া সিটি পুলিশ।
বিশৃঙ্খলা এড়াতে যে কোনও জমায়েতকে কড়া হাতে দমন করার জন্য সিদ্ধান্ত নিয়েছে হাওড়া সিটি পুলিশ। আগামী ১৫ জুন অবধি এই নিয়ম জারি থাকবে। যদিও গ্রামীণ পুলিশের তরফে কোনও বার্তা মেলেনি।
পয়গম্বর মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিক্ষোভকারীরা বৃহস্পতিবার কোণা এক্সপ্রেসওয়ের ওপরেই বিক্ষোভ দেখায়। টানা ১১ ঘন্টা চলে অবরোধ। যার ফলে চুড়ান্ত সমস্যার সম্মুখীন হতে হয় আম জনতাকে। একটানা অ্যাম্বুলেন্সের ভিতরে আটকে থাকেন বহু মানুষ। রাত ৯ টা নাগাদ যান চলাচল স্বাভাবিক হয়।
মুখ্যমন্ত্রী বলেন, যাদের মনে হচ্ছে, তারা দিল্লিতে গিয়ে অবরোধ করুন। বাংলা যেখানে শান্তির জায়গা সেখানে কেন এইরকম করবেন? আমার খারাপ লাগছে। আমি সকাল থেকে নবান্নে বসে আছি। দেখছি আমি হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমি হাতজোড় করে অনুরোধ করব সব সম্প্রদায়কে। রাস্তা অবরোধ করবেন না। যাদের মনে হবে কিছু করা উচিত, থানায় থানায় অভিযোগ করুন।
সেইসঙ্গে তিনি বলেন, কিছু রাস্তা অবরোধ হয়েছে। মানুষের কষ্ট হচ্ছে। সকাল ১০ টা থেকে কেউ কেউ অবরোধ করে রেখেছেন। প্রতিবাদের ভাষা এমন হওয়া উচিত নয় যাতে সাধারণ মানুষের কষ্ট হয়।
মুখ্যমন্ত্রীর সংযোজন, এটা খুব সেনসিটিভ ইস্যু। আমরা সবাই একসঙ্গে থাকি। বিজেপির দুজন নেতা, তাদের নাম বলতে ঘৃণা বোধ করি। দেশের মধ্য বিদ্বেষ, ঘৃণা সৃষ্টি করা অপরাধ। আমি আগেই টুইট করে বলেছি, এদের গ্রেফতার করা উচিত। সকাল থেকে হাওড়ার কিছু জায়গায় অবরোধ করে রেখেছে। পুলিশকে আমি হাত দিতে বারণ করেছি। আমি নিজে গ্রেফতার করার দাবি করেছি। আমি নিজে দুঃখিত। কোনো ধর্ম সম্পর্কে কারোর কোনো কটু কথা বলার সাহস নেই।