প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শৌচালয়ে গোপন ভিডিও তুলে চর্চায় অর্থনীতি বিভাগের ছাত্র

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শৌচালয়ে গোপনে ছাত্রীদের ভিডিয়ো তোলার অভিযোগ উঠল। লুকিয়ে শৌচালয়ের ভিতরে ছাত্রীদের অশ্লীল ভিডিয়ো নিজের মোবাইলে তুলেছে ওই কলেজেরই স্নাতক স্তরের এক ছাত্র।

Economics student at Presidency University under fire for filming secret video in the toilet

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শৌচালয়ে গোপনে ছাত্রীদের ভিডিয়ো তোলার অভিযোগ উঠল। লুকিয়ে শৌচালয়ের ভিতরে ছাত্রীদের অশ্লীল ভিডিয়ো নিজের মোবাইলে তুলেছে ওই কলেজেরই স্নাতক স্তরের এক ছাত্র। অবশেষে হাতেনাতে ধরা পড়ে যায় ছাত্রটি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে।

প্রেসিডেন্সি সূত্রে খবর, এই‌ বিশ্ববিদ্যালয়ের ডিরোজিও ভবনে ছাত্র-ছাত্রীদের শৌচাগার একেবারে লাগোয়া। মাঝে শুধু একটি দেওয়াল। তাতেই ছিল ছিদ্র। ছাত্রটি পরিকল্পনা করে দেওয়ালের ফাঁক দিয়ে মোবাইল ক্যামেরাকে ফিট করে ছাত্রীদের গোপন ভিডিয়ো ক্যামেরাবন্দি করছিল অভিযুক্ত ছাত্র। তবে এই কাজ করতে ওই ছাত্র ধরা পড়েছে বলে অভিযোগ।

kolkata24x7-sports-News

   

তখনই অন্যান্য ছাত্র-ছাত্রীরা ডিন অব স্টুডেন্টসের কাছে যান। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই ছাত্রী অভিযুক্ত ছাত্রকে চিহ্নিত করেন। পরে অভিযুক্ত ছাত্র নিজেই লিখিতভাবে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে স্বীকারও করেছে। এখানের এক ছাত্রী তখন শৌচালয়ে ছিলেন। ব্যাপারটি বুঝে অভিযুক্তকে ধরে ফেলেন। ইমেল করে অভিযোগ জমা করা হয়েছে ডিন অফ স্টুডেন্টস এবং অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধানকে।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রেজিস্ট্রার ডঃ দেবজ্যোতি কোনার বলেন, ‘সমস্ত অভিযোগ একটি হাই পাওয়ার এনকোয়ারি কমিটির কাছে ইতিমধ্যেই তদন্তের জন্য পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ধরনের অপরাধের ক্ষেত্রে একেবারে জিরো টলারেন্স নীতি নেবে। বিশ্ববিদ্যালয় কঠোরতম অবস্থান বজায় রাখবে।’‌