গত রবিবার নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা শেষ হওয়ার পর আজ ফের রয়েছে একাদশ-দ্বাদশের এসএসসি (SSC) পরীক্ষা। হাজারো সমস্যার পর আজ রবিবার রাজ্য জুড়ে বহু পরীক্ষার্থী আজ এই পরীক্ষায় (SSC) বসছেন।
কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, আজকের পরীক্ষা শুরু হবে দুপুর ১২টা থেকে এবং চলবে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত। অর্থাৎ পরীক্ষার মোট সময় দেড় ঘণ্টা। পরীক্ষার্থীদের সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢল নামতে দেখা গিয়েছে। কেন্দ্রগুলির বাইরে কড়া নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হচ্ছে। কমিশনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। মোবাইল ফোন, ক্যালকুলেটর বা কোনও ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষাকক্ষে নিয়ে যাওয়া যাবে না। একই সঙ্গে পরীক্ষার শৃঙ্খলা ভঙ্গ করলে প্রার্থীতা বাতিল করা হবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর হয়েছিল নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা। সেদিনও বিপুল সংখ্যক পরীক্ষার্থী অংশ নেন। আজকের পরীক্ষাতেও সমান উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। ভবিষ্যতের শিক্ষক হওয়ার স্বপ্নে উজ্জীবিত হয়ে বহু যুবক-যুবতী আজ কলম ধরছেন।
সবমিলিয়ে, আজকের এই পরীক্ষা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ দুই-ই রয়েছে। তবে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেই জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন দেখা যাক, দীর্ঘ প্রতীক্ষার পর চাকরির লড়াইয়ে ক’জন সফল হন।