শিয়ালদহ স্টেশনে কমবে ভিড়, যাত্রীদের সুবিধার্থে বিরাট উদ্যোগ নিচ্ছে পূর্ব রেল

জুলাই থেকে শিয়ালদহ উত্তর শাখার (Sealdah Station) সমস্ত ট্রেন ১২ বগি হওয়ার কথা রয়েছে। এতে ট্রেনে যেমন ভিড় কমবে, তেমনই স্টেশনেও অপেক্ষারতরাও স্বস্তি পাবেন। এরই…

sealdah-station-eastern-railway-is-taking-great-initiatives-for-the-convenience-of-passengers

জুলাই থেকে শিয়ালদহ উত্তর শাখার (Sealdah Station) সমস্ত ট্রেন ১২ বগি হওয়ার কথা রয়েছে। এতে ট্রেনে যেমন ভিড় কমবে, তেমনই স্টেশনেও অপেক্ষারতরাও স্বস্তি পাবেন। এরই মধ্যে যাত্রীদের সুবিধার্থে আরও এক বড় উদ্যোগ নিতে চলেছে পূর্ব রেল। ১, ২ ও ৩ নম্বর প্লাটফর্মের সামনে একটি নতুন গেট তৈরি করা হচ্ছে।

যদিও প্রফুল্ল দ্বার খোলা হবে নাকি নতুন করে অন্য কোনও গেট বানানো হবে, তা নিয়ে রেলের তরফে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। ১৩ জুন ২০২৪ রেলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ১, ২ এবং ৩ নম্বর প্লাটফর্মের সামনে একটি প্রবেশ-প্রস্থানের গেট বানানো হবে। ঠিক কবে এটি চালু হবে তা অবশ্য জানানো হয়নি।

   

জুলাইয়ের শুরুতে এই গেট চালু হতে পারে বলে খবর। এর ফলে জুলাইতেই জোড়া উপহার পেতে পারেন যাত্রীরা – এক, সমস্ত ট্রেনে ১২টি কামরা আর দুই, প্রবেশ-প্রস্থানের জন্য নতুন গেট উদ্বোধন। শিয়ালদহ স্টেশনে মসৃণভাবে প্রবেশ ও প্রস্থান করার জন্য এই গেট বানানোর উদ্যোগ নিয়েছে পূর্ব রেল। এই গেট চালু হলে যাত্রীদের একটা বড় অংশ উপকৃত হবেন।

হুড়মুড়িয়ে কমল পেট্রোল-ডিজেলের দাম! কলকাতায় রেট কত?

প্রসঙ্গত, দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ রয়েছে শিয়ালদহ স্টেশনের প্রফুল্ল দ্বার ( ১ নম্বর স্টেশনের পাশের গেট)। টিন দিয়ে সিল করে দেওয়া হয় ওই গেট। এর ফলে ব্যাপক সমস্যায় পড়েন যাত্রীরা। বহুবার ওই গেট খুলে দেওয়ার দাবি উঠলেও তা মানা হয়নি। এ নিয়ে যাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছিল। একই সঙ্গে স্টেশন লাগোয়া দোকানদারও ক্ষুব্ধ ছিলেন। 

অবশেষে যাত্রী ও ব্যবসায়ীদের সেই ক্ষোভ মিটতে চলেছে। যাত্রীদের সুবিধার্থে ১, ২ ও ৩ নম্বর স্টেশনে সামনের অংশে নতুন গেট বানাতে চলেছে রেল। এর ফলে বেশ কিছু দোকান, স্টল এবং রেলের অফিস অন্যত্র সরিয়ে নিতে হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে। পুরো প্রক্রিয়াটির জন্য ১৫ দিন থেকে এক মাস সময় লাগতে পারে বলে খবর। 

থমথমে মুখ, বাইকে চড়ে ঘটনাস্থলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব