DA Protest: বকেয়া ডিএ দাবিতে আমরণ অনশন শুরু

আন্দোলনকারীদের ধর্নার ৩৫৯ তম দিন আর কেন্দ্রীয় হারে ডিএ আদায়ে নাছোড় সংগ্রামী যৌথ মঞ্চ। গতকাল মিছিল এবং সমাবেশ হয়। ডেডলাইন দেওয়া হয় আজ দুপুর ১…

আন্দোলনকারীদের ধর্নার ৩৫৯ তম দিন আর কেন্দ্রীয় হারে ডিএ আদায়ে নাছোড় সংগ্রামী যৌথ মঞ্চ। গতকাল মিছিল এবং সমাবেশ হয়। ডেডলাইন দেওয়া হয় আজ দুপুর ১ টা পর্যন্ত। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত না মেলায় এবার আমরণ অনশন করছেন, ঘোষণা আন্দোলনকারীদের।

গতকালের মিছিল, সমাবেশের পর এবার পেরলো ডেডলাইন। আজ দুপুর ১ টা পর্যন্ত তারা সময়সীমা বেঁধে দিয়েছিলেন, অনুরোধ করেছিলেন যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনায় বসেন। তারা বারবার দাবি করছিলেন যাতে সরকার আলোচনায় বসুক, তাদের সঙ্গে কথা বলুক। যদি সেটা না হয় তাহলে তারা আমরণ অনশনে যোগ দেবেন।

শনিবার (২০ জানুয়ারি) দুপুর ২টো থেকে লাগাতার অনশন শুরু করলেন আন্দোলনকারীরা। দুপুর ১টা পর্যন্ত শেষ সময়সীমা দেওয়া হয়েছিল। রাজ্য সরকারের তরফে বা নবান্নের সচিবালয়ের তরফে ডিএ ইস্যুতে আলোচনা করার জন্য এবং যোগ্য যারা চাকরিপ্রার্থী তাদের নিয়োগের ইস্যুতে আলোচনা করার জন্য একটা ইতিবাচক সাড়ার অপেক্ষায় সংগ্রামী যৌথমঞ্চ। গতকাল তাদের শহিদ মিনারে সমাবেশ হয়। সেখান থেকেও তারা জানিয়েছিলেন যে তারা একটি সময়সীমা বেঁধে দেবেন এবং সেই সময়সীমা অতিক্রম করার পরে তারা লাগাতার অনশনে যাবেন।

সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক তথা এই আন্দোলনের অন্যতম মুখ ভাস্কর ঘোষ জানান, “১৫ জনের মতো নাম জমা পড়েছে, ১৫ জন তাদের নাম লিখিয়েছেন অনশন করতে চান বলে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সেখান থেকে ৩-৪ জন বসবেন। যারা বসবেন তারা লাগাতার অনশন করবেন। যদি প্রয়োজন পড়ে তাহলে আরও সংখ্যা বাড়ানো হবে।“

গতবার অনশন করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তারপর ফের অনশন নিয়ে ভাস্কর ঘোষ বলেন, “এটা তো সরকার আরও ভাল করে বলতে পারবেন।”