Malda: অবাধে বালি পাচার করছেন তৃণমূল নেতা! ট্রাক্টর পিছু ১০০ টাকা

দিনেদুপুরে নদী বুক থেকে খনন করে বালি তোলা হচ্ছে। সেই বালি অবাধে পাচার হয়ে যাচ্ছে অন্যত্র! শুধু তাই নয় প্রতি ট্র্যাক্টর পিছু নেওয়া হচ্ছে ১০০টাকা।…

sand

দিনেদুপুরে নদী বুক থেকে খনন করে বালি তোলা হচ্ছে। সেই বালি অবাধে পাচার হয়ে যাচ্ছে অন্যত্র! শুধু তাই নয় প্রতি ট্র্যাক্টর পিছু নেওয়া হচ্ছে ১০০টাকা। সর্বসাধারণের চোখের সামনেই এই ঘটনা ঘটছে তবুও দিনের পর দিন এই একই ঘটনা ঘটে চলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, প্রশাসন সব কিছু জেনেও চুপ! ঘটনাটি ঘটেছে মালদহর রতুয়ার কাহালা গ্রাম পঞ্চায়েতের শিবপুর ঘাটের ফুলহর নদীতে। জানা যাচ্ছে, নদীর বুক থেকে খনন করা হচ্ছিল বালি। প্রসঙ্গত উত্তরবঙ্গের একাধিক জায়গা থেকে বারেবারে বালি পাচারের অভিযোগ পাওয়া গিয়েছে। অতীতে বালি পাচারের অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছিল সরকারি আধিকারিকরা।

জানা গিয়েছে যে রাজু সিংহ নামে এক তৃণমূল নেতা এই বালি পাচারের মাথা বলে অভিযোগ। তিনি তৃণমূলের ব্লক সহ সভাপতি। এক স্থানীয় ব্যক্তির বক্তব্য থেকে জানা গিয়েছে যে বিগত কয়েকদিন ধরে ফুলহর নদী থেকে বালি খনন করা হচ্ছে। প্রায় ৮-১০ ফিট গর্ত করে বালি খনন করা হচ্ছে। এর ফলে নদীর ভারসাম্য নষ্ট হচ্ছে। পাশেই রয়েছে আর্সেনিক জলের প্লান্ট এবং নদী বাঁধ। দুটোই ক্ষতির সম্ভাবনা রয়েছে। তৃণমূল নেতা রাজু সিংহ ট্রলি পিছু ১০০ টাকা করে নিচ্ছেন।

   

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল নেতা। তিনি সংবাদমাধ্যককে বলেছেন, ” পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ শুরু হয়েছে। ফুলহর নদী সংলগ্ন এলাকায় জমিতে প্রচুর পরিমাণে বালি জমে যায়। এর ফলে জমির মালিকরা চাষবাস করতে পারে না। সেই জমির উপরের বালি অংশটা তাঁদেরকে কেটে ফেলতে হয়। এই পথশ্রী প্রকল্পের সংশ্লিষ্ট ঠিকাদার জমির মালিকের কাছে ন্যায্যমূল্য দিয়ে এবং সরকারি খাজনা কেটে বালি কিনে নিচ্ছেন।” তবে এই বক্তব্যে সত্যতা কলকাতা ২৪x৭ যাচাই করেনি।