‘দিদি’র ডাকে সাড়া, ‘ভাই’ অখিলেশ বেরোলেন বাড়ি থেকে

আজ ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে রয়েছে। ধর্মতলা চত্ত্বরে রীতিমতো তিল ধারণে জায়গা নেই। কাতারে কাতারে জেলা থেকে তৃণমূলের কর্মী, সমর্থক…

আজ ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে রয়েছে। ধর্মতলা চত্ত্বরে রীতিমতো তিল ধারণে জায়গা নেই। কাতারে কাতারে জেলা থেকে তৃণমূলের কর্মী, সমর্থক থেকে শুরু করে নেতারা কলকাতায় ইতিমধ্যে ঢুকেছেন। তবে আরও মানুষ আসছেন। এরই মাঝে ফের শিরোনামে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব (Akhilesh Yadav)।

আজ একুশের মঞ্চে থাকবেন সপা প্রধান অখিলেশ। এই মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অখিলেশ যাদব কী বার্তা দেবেন সেদিকে নজর থাকবে সকলের। যাইহোক, এবার সকাল সকাল কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন অখিলেশ যাদব। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব লখনউয়ের বাসভবন থেকে বেরিয়ে যান।

   

আজই কলকাতায় তৃণমূলের ধর্মতলা সমাবেশে যোগ দেবেন অখিলেশ বলে খবর। কলকাতার ধর্মতলায় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের মঞ্চ তৈরি করা হয়েছে। এটাকে দলের সবচেয়ে বড় কর্মসূচি হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। সূত্রের খবর, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চে যোগ দেবেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবও। প্রতি বছর ২১ জুলাই শহিদ দিবস পালন করে তৃণমূল।

করোনা মহামারির কারণে গত দুই বছর সমাবেশ করা যায়নি। এবারের সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। ১৯৯৩ সালের ২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাইটার্স ক্যাম্পেইন চলাকালীন ১৩ জন প্রাণ হারিয়েছিলেন। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের সভাপতি থাকলেও তৃণমূল কংগ্রেস গঠনের পর থেকে প্রতি বছর ২১ জুলাই শহিদ দিবস হিসেবে পালন করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়।