BJP:টিকিট না পেয়ে ‘অভিমানী’ রুদ্রনীল, ছাড়লেন দলের হোয়াটস অ্যাপ গ্রুপ

টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে মুখ ভার করলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। ছাড়লেন ৭৭টি হোয়াটস অ্যাপ গ্রুপ। যদিও দল ছাড়ার ব্যাপারে কিছু না বললেও তাঁর গলায়…

rudraneel ghosh

টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে মুখ ভার করলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। ছাড়লেন ৭৭টি হোয়াটস অ্যাপ গ্রুপ। যদিও দল ছাড়ার ব্যাপারে কিছু না বললেও তাঁর গলায় টিকিট না পাওয়ার স্পষ্ট ক্ষোভ বোঝা গেল।

Advertisements

মঙ্গলবার সকালে তিনি সংবাদমাধ্যমকে জানান যে,” টিকিট পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলাম। আমি দলের খারাপ সময়ের সঙ্গী তাই এইটুকু তো আশা করতেই পারি।” এখানেই শেষ নয়, তিনি আরও বললেন যে, ” আমি ভাবনীপুরে নির্বাচনে লড়েছি। ওটা শক্ত কেন্দ্র ছিল। দল যা বলেছে তাই করেছি।” একটু থেমে তিনি আবার বললেন, ” ভেবেছিলাম লোকসভা ভোটে টিকিট পেতে পারি কারণ আমি উপযুক্ত প্রার্থী হতে পারি। আমার মধ্যে সমস্ত গুণ রয়েছে। দেখা যাক এখন চারটি কেন্দ্রের প্রার্থী ঘোষণা বাকি, কী হয়।”

   

দল ছাড়ার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ” আপাতত কিছু ভাবেনি।” এখনও চারটি লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। তাহলে কি বাকি চার কেন্দ্রের মধ্যে কোনও কেন্দ্রে তাঁর নাম থাকতে পারে ? যদিও এই বিষয়ে কোনও বিজেপি নেতাই কিছু বলতে চাননি। রুদ্রনীল ঘোষ দাবি করেছেন, ” গত বিধানসভা ভোটের সময় অনেকবার আক্রান্ত হয়েছি। আর একটা টিকিট আশা করতে পারি না ?”