আরজি কর-কাণ্ডে ফের রাজপথে জুনিয়র ডাক্তাররা, দিলেন আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক

আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার প্রায় ৯০ দিন অতিক্রান্ত হতে চলেছে কিন্তু এখনও পর্যন্ত সামনে আসেনি এই ঘটনার সঙ্গে জড়িত মূল দোষীদের নাম। এরই…

RG Kar Incident: Junior Doctors Protest Back on the Streets, Call for Continued Protest

আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার প্রায় ৯০ দিন অতিক্রান্ত হতে চলেছে কিন্তু এখনও পর্যন্ত সামনে আসেনি এই ঘটনার সঙ্গে জড়িত মূল দোষীদের নাম। এরই মাঝে শনিবার নির্যাতিতা চিকিৎসকের ন্যায়বিচারের দাবিতে ফের পথে নামলেন জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors Protest)। এর পাশাপাশি শনিবার কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে ‘দ্রোহের গ্যালারি’ করার ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তার ফ্রন্টের সদস্যেরা।

শনিবার জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের বিভিন্ন ছবি, পোস্টার, ব্যানার, কবিতা, শিল্প, স্থাপত্য প্রদর্শিত হয়েছে রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে। ফ্রন্টের সদস্যেরা জানিয়েছেন, আন্দোলনের বিভিন্ন মুহূর্ত এবং মূল বিষয়টিকে ধরে রাখা হবে এর মধ্যে দিয়ে। নিহত চিকিৎসকের ন্যায়বিচারের পাশাপাশি দ্রুত তদন্তপ্রক্রিয়া শেষ করার দাবি জানিয়ে শনিবার দুপুর ৩টের সময় কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দিয়ে পথে নেমেছেন ফ্রন্টের সদস্যেরা।

   

আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সেই মিছিলে একসাথে জড়ো হয়েছেন সাধারণ মানুষ। এদিন মিছিলে যোগদানকারীদের মধ্যে অনেকেই সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। মিছিলে যোগদান করা প্রায় সকলের হাতেই রয়েছে প্ল্যাকার্ড, পোস্টার। আর সেখানে লেখা, ‘বিচার চাই’। এছাড়াও সেই মিছিলে ছিলেন কিছুদিন আগে পর্যন্ত অনশন চালিয়ে যাওয়া জুনিয়র চিকিৎসকরা।

শনিবারের মিছিলে ছিলেন আন্দোলনকারী চিকিৎসক দেবাশিস হালদার, স্নিগ্ধা হাজরা, পরিচয় পণ্ডা, অনুষ্টুপ মুখোপাধ্যায়েরা। এদিন আন্দোলনকারী চিকিৎসকদের হাতে প্ল্যাকার্ডের পাশাপাশি ছিল ভারতের সংবিধান। সামনের সারিতে ন্যায়ের মূর্তি হাতে নিয়ে হাঁটতে দেখা গেছে জুনিয়র চিকিৎসকদের। বিচারের দাবিতে স্লোগান দেওয়ার পাশাপাশি জাতীয় পতাকা হাতে নিয়ে কেউ কেউ গানও গেয়েছেন।

এদিনের মিছিলের সামনের সারিতে ছিলেন কানাডা থেকে আসা এক প্রবীণ চিকিৎসক। যিনি হুইল চেয়ারে বসে পুরো মিছিলে জুনিয়র চিকিৎসকদের সঙ্গ দিয়েছেন। শনিবারের এই মিছিলে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অনশনকারী চিকিৎসকদের পাশাপাশি যোগ দিয়েছিলেন দেবলীনা দত্ত ও চৈতি ঘোষালের মতো বিশিষ্টরাও। কিছু সপ্তাহ আগে আরজি কর-কাণ্ডের বিচারের দাবিতে এক হয়ে ‘অভয়া মঞ্চ’ তৈরি করেছিল ৮০টিরও বেশি সংগঠন।

তারাই আজ ‘অভয়া মঞ্চ’-এ ‘জনতার চার্জশিট’ কর্মসূচির ডাক দিয়েছিল। যেখানে পথনাটক, বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ের মধ্যে দিয়ে চলেছে প্রতিবাদ। ধর্মতলার মোড়ে স্লোগানের মধ্যে দিয়ে জুনিয়র চিকিৎসকদের মিছিল পৌঁছতেই জুনিয়র ডাক্তার দেবাশিস বলেন, “রাজপথ ছাড়ব না।” এর পাশাপাশি আরও এক জুনিয়র ডাক্তার পুলস্ত্য বলেন, “মনে রাখবেন আমাদের আন্দোলন চলছে। চলবে।

আমাদের সঙ্গে জনতার চার্জশিট কর্মসূচিতে অংশগ্রহণ করুন। এই আন্দোলন পশ্চিমবঙ্গের সীমানা ছাড়িয়ে গোটা দেশে ছড়িয়ে পড়েছে। এই আন্দোলন বিচারের দাবিতে।” আরেক আন্দোলনকারী চিকিৎসক বলেন, “আমরা একসঙ্গে পথে থাকব। আমরা বিচার চাই। যত দিন বিচার না হচ্ছে, ততদিন রাজপথে রয়েছি, থাকব।” ধর্মতলায় উপস্থিত চিকিৎসকরা একে অপরের পাশে দাঁড়িয়ে বলেন, “এই আন্দোলন শুধু আমাদের নয়, বরং সকল রোগী এবং স্বাস্থ্যকর্মীর জন্য। আমরা না দাঁড়ালে, আমাদের কথা কেউ শুনবে না।”