আরজি করের ধর্ণা মঞ্চেই শুরু লেখা পড়া! সেই ছবি সমাজ মাধ্যমে শেয়ার করলেন কিঞ্জল

আরজি কর হাসপাতালের (RG Kar) নৃশংস ঘটনার বিচারের দাবিতে আন্দোলন তো চলছে ,কিন্তু পড়াশোনার কি হবে? তাই এবার আরজি করের ধর্ণা মঞ্চেই শুরু হল লেখা…

RG Kar Dharna began reading on stage! Kinjal shared that picture on social media

আরজি কর হাসপাতালের (RG Kar) নৃশংস ঘটনার বিচারের দাবিতে আন্দোলন তো চলছে ,কিন্তু পড়াশোনার কি হবে? তাই এবার আরজি করের ধর্ণা মঞ্চেই শুরু হল লেখা পড়া। সেই ছবি নিজের সমাজ মাধ্যমে করলেন আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক কিঞ্জল নন্দা। ক্যাপশনে লিখেছেন,‘ধর্না মঞ্চেই শুরু হয়েছে আমাদের class,ug students দের। ওরা জানাল দাদা,আমরা পড়াশোনাও করব,আন্দোলন ও করব। ওরাই তো আগামীর ডাক্তার।’

কলকাতার আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশ। এই ঘৃণ্য ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন আমজনতা থেকে সব মহল। এই ঘটনার প্রতিবাদে গোটা দেশের চিকিৎসকরা রাস্তায় নেমে প্রতিবাদ জানায়। এমনকি দেশের বিভিন্ন হাসপাতালের জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি পালন করেছিল ।

   

পরে সুপ্রিম কোর্টের অনুরোধে কর্মবিরতি প্রত্যাহার করেছিল। তবে এ রাজ্যের জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্যভবন থেকে অবস্থান বিক্ষোভ তুলে নিলেও জুনিয়র ডাক্তারদের আন্দোলন কিন্তু এখনও চলছে। জুনিয়র ডাক্তারদের তরফ থেকে বির্বতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে ‘বিচার না পাওয়া অবধি আমাদের আন্দোলন চলবে এবং প্রয়োজনে তীব্রতর হবে।’

উল্লেখ্য, আরজি করের নৃশংস ঘটনার তদন্ত করছে সিবিআই। এই মামলার শুনানি চলছে দেশের শীর্ষ আদালতে। আরজি কর মামলার পরবর্তী শুনানি ২৭ সেপ্টেম্বর।