Attack On ED: ইডি-পুলিশ পাচ্ছে না খুঁজে! গোপন ডেরায় ফেসবুক করছে ‘তৃণমূলের বাঘ’ শাহজাহান

‘পলাতক’ শেখ শাহজাহানের ফেসবুক প্রোফাইল থেকে শুক্রবার হয়েছিল সাধারণতন্ত্র দিবস উদযাপনের একটি পোস্ট। তবে পোস্টের পর বিতর্ক শুরু হতেই ফেসবুক প্রোফাইল থেকে ডিলিট হল ২৬…

Sheikh Shah Jahan

‘পলাতক’ শেখ শাহজাহানের ফেসবুক প্রোফাইল থেকে শুক্রবার হয়েছিল সাধারণতন্ত্র দিবস উদযাপনের একটি পোস্ট। তবে পোস্টের পর বিতর্ক শুরু হতেই ফেসবুক প্রোফাইল থেকে ডিলিট হল ২৬ জানুয়ারির পোস্ট। শুক্রবার শেখ শাহজাহানের ফেসবুক পেজে স্টেটাস আপডেট হয়, এমনকী বদলেও যায় কভার ফটো। করা হয় প্রজাতন্ত্র দিবসে পোস্ট। তবে শনিবার দেখা যাচ্ছে কভার ফটো-সহ সেই পোস্ট উধাও।

সন্দেশখালিতে ইডির উপর আক্রমণের পর ২২ দিন কেটে গিয়েছে। তবুও এখনও খোঁজ মেলেনি শেখ শাহজাহানের। রাজনৈতিক বিতর্কের মাঝেও এখনও পর্যন্ত তাকে ধরতে পারেনি পুলিশ। এমন অবস্থায় এরম ফেসবুক পোস্টের ঘটনার পরই শুরু হয়েছে জল্পনা।

   

বিরোধীরা প্রশ্ন তোলেন যে ফেসবুকে স্টেটাস বদলাচ্ছেন শাহজাহান, কিন্তু কেন রাজ্য পুলিশ তার স্টেটাস জানতে পারছে না। খবর ছড়িয়ে পড়ে যে ফেসবুক পোস্টের সূত্র ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা শাহজাহানের হদিস পেতে চাইছেন। খবর চাউর হতেই ডিলিট হল ফেসবুক পোস্ট।

অপর দিকে,শনিবার শাহজাহানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় মেয়র ফিরহাহ হাকিমকে। তিনি বলেন, আমি গণমাধ্যমে দেখেছি, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে সরকারি আধিকারিকদের। যেটা করেছে নিশ্চিত করে বলছি অন্যায় করেছে। তাঁর এ মন্তব্য নিয়েও চলছে বিস্তর চাপানউতোর।