নিত্যদিন বেড়েই চলেছে সোনার দাম। গত কয়েক মাস ধরেই ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম। তবে জুন মাসের শুরু থেকেও ধীরে ধীরে বেড়ে চলেছে সোনার দাম। তবে হঠাৎ করে কিছুটা কমল সোনার দাম। রুপোর দামও যে হারে বেড়ে চলেছে, তাতে সামান্য স্বস্তি জুগিয়েছে আজকের দাম। তবে আজ বকরিদ এর দিনে সামান্য হলেও কমল এই হলুদ ধাতুর দাম। তাই যদি আপনার আজ সোনা কেনার পরিকল্পনা থাকে,তবে অবশ্যই তা জেনে রাখুন এই মুহূর্তে –
আজ ২২ ক্যারেটের সোনার ক্ষেত্রে ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬৪৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬ হাজার ৪৯০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম কমেছে। সেই রখমই ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ৬৪ হাজার ৯০০ টাকা। একদিনে সোনার দাম কমেছে ১০০ টাকা। যা পূর্বের দামের তুলনায় কিছুটা কম।
অপরপক্ষে আজ ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭২৫৪ টাকা। যেখানে ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭২ হাজার ৫৪০ টাকা। একদিনে ১০ টাকা কমেছে সোনার দাম। সেই রখমই ২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ২৫ হাজার ৪০০ টাকা, যা গতকালের তুলনায় ১০০ টাকা কমেছে।
এইদিন ১৮ ক্য়ারেটের সোনার দামও আজ সামান্য কমেছে। যেখানে ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪৪০ টাকা। ১০ গ্রাম সোনার ক্ষেত্রে ৫৪ হাজার ৪০০ টাকা। যা একদিনে ১০ টাকা দাম কমেছে। তবে ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫ লক্ষ ৪৪ হাজার টাকা। যেখানে একদিনে ১০০ টাকা দাম কমেছে।
সোনার দাম তো কমেইছে তার পাশাপাশি রুপোর দামও আজ সামান্য কমেছে। যেখানে ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৯ হাজার ৯০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৯০ হাজার ৯০০ টাকা। সেখানেও একদিনে ১০০ টাকা দাম কমেছে।